হোম > বিশ্ব > ভারত

ভারতে ঢুকেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

আজকের পত্রিকা ডেস্ক­

মুর্শিদাবাদ পুলিশের হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ফের অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা! এবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে মুর্শিদাবাদ পুলিশের হাতে ধরা পড়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল গত সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা সীমান্ত দিয়ে ঢোকার সময় ধরা পড়েন।

হিন্দুস্তান টাইমস নাম উল্লেখ না করে বিভিন্ন সূত্রের বরাতে লিখেছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ওপর হামলা, হেনস্তা, খুনোখুনির অভিযোগ বেড়েছে। এই পরিস্থিতিতে প্রাণের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। নজরুল ইসলামও তাঁদের একজন। তাঁর দাবি, ‘তারা আমাকে মেরে ফেলত। বাঁচার উপায় না পেয়ে ভারতে চলে এসেছি।’ কিন্তু পালানোর আগেই পুলিশের নজরে চলে আসেন তিনি। রাতের অন্ধকারে ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশের পরে হরিরামপুর অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানিতলা থানার পুলিশ। সেই সময় গ্রেপ্তার করা হয় নজরুলকে।

আদালতে তোলা হলে গতকাল মঙ্গলবার নজরুলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এখন তাঁকে জেরা করছে পুলিশ। লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং জানিয়েছেন, আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক। অনুপ্রবেশের কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। তাঁরা বলছেন, সীমান্তে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে একজন বিদেশি নজরদারি এড়িয়ে জনবসতিতে ঢুকে পড়লেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, তাতে তাঁরা আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, শুধু রাজনৈতিক অনুপ্রবেশ নয়, এর আড়ালে চোরাচালানও চলছে। তাই আরও কঠোর নজরদারি দরকার বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার