হোম > বিশ্ব > ভারত

এবার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ভারতীয় বিলিয়নিয়ার গৌতম সিংঘানিয়ার

ভারতীয় বিলিয়নিয়ার গৌতম সিংঘানিয়া আজ সোমবার স্ত্রী নওয়াজ মোদির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন—তাঁরা দুজন আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৫৮ বছর বয়সী গৌতম ১৯৯৯ সালে আইন বিশেষজ্ঞ নাদার মোদির কন্যা নওয়াজকে বিয়ে করেছিলেন। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সটাইল থেকে শুরু করে আবাসন কোম্পানি রেমন্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম বিচ্ছেদের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যক্সে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘এই দীপাবলি অতীতের মতো হবে না। আমি বিশ্বাস করি—নওয়াজ এবং আমি এখান থেকে ভিন্ন পথ অনুসরণ করব।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে বিয়ের সময় গৌতমের বয়স ছিল ৩৫ বছর আর নওয়াজ ছিলেন ২৯ বছর বয়সী। তবে বিয়ের আগে আরও অন্তত ৮ বছর একসঙ্গে ছিলেন তারা। বিচ্ছেদের ঘোষণায় তাই ৩২ বছর একসঙ্গে থাকার বিষয়টিকে উল্লেখ করেন গৌতম। তবে বিচ্ছেদের পর তাঁদের দুই সন্তানের ভাগ্যে কী ঘটবে সেই বিষয়ে কোনো কিছু জানাননি তিনি। 

শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে গৌতম লিখেছেন, ‘অনুগ্রহ করে ব্যক্তিগত এই সিদ্ধান্তকে সম্মান করুন এবং দয়া করে আমাদের সম্পর্কের সব দিক মীমাংসা করার সুযোগ দিন। এই সময়ে সমগ্র পরিবারের জন্য আপনাদের শুভকামনা চাই।’ 

কয়েক বছর আগে বাবা বিজয়পত সিংঘানিয়ার সঙ্গে বিবাদের জের ধরে খবরের শিরোনাম হয়েছিলেন গৌতম। মূলত বিজয়পত সিংঘানিয়াই রেমন্ড গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা একসময় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে একটি জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড এবং টেক্সটাইল হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে পুত্র গৌতমও বিভিন্ন সেক্টর বাড়িয়ে গ্রুপটিকে আরও বহুমুখী করে তোলেন। বাবার মতো তিনিও বিখ্যাত বিমানচালক ছিলেন। বিনা মূল্যে বাণিজ্যিক বিমান ওড়ানো ছাড়াও দুঃসাহসিক নানা অভিযানেও নিজের নাম লিখিয়েছিলেন গৌতম।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ