ভারতীয় ক্রিকেটার জহির খানের রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১ নভেম্বর) সকালে পুনের লুল্লানগর এলাকায় রেস্টুরেন্টটি যেই ভবনে সেখানে আগুন লাগে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, ভবনটির নিচতলায় ভারতীয় ক্রিকেটের সাবেক পেসার জহির খানের রেস্টুরেন্ট। তবে আগুন লেগেছে ভবনের ওপরের তলায়। আগুন নেভানোর কাজ করছে দমকল বাহিনীর ৬টি ইঞ্জিন।
ওই বাড়িটিতে একাধিক অফিস, হোটেল এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গেছে, হোটেলের কিছু কর্মী রাতে সেখানে ঘুমান। তবে তাঁরা ভেতরেই আটকে পড়েছেন কিনা, তা জানা যায়নি।
এদিকে মঙ্গলবার সকালের এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, তাও নিশ্চিত হওয়া যায়নি।