হোম > বিশ্ব > ভারত

সিত্রাংয়ের জেরে পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা জারি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে ভারতের পশ্চিমবঙ্গে ঝড়ের সতর্কবার্তা আগেই ছিল। সোমবার (২৩ অক্টোবর) সকালে ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে রাজ্যের আবহাওয়া অফিস। দুপুরে উপকূলের অনেকটা কাছে চলে আসে সিত্রাং। 

ভোর থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয় বেশ কিছু এলাকায়। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই ঝিরঝিরে বৃষ্টি কিছুই না। সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে। 
ইতিমধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সাত জেলার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা। 

এর মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 

সোম ও মঙ্গলবার উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উপকূলবর্তী এলাকাগুলোতে ৬ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার