হোম > বিশ্ব > ভারত

গরুর মাংস ছিটিয়ে হিন্দুদের এলাকাছাড়া করার চেষ্টা হচ্ছে: আসামের মুখ্যমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ হিমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন, রাজ্যে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে ‘গরুর মাংসকে অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর উদ্দেশ্য যেখানে-সেখানে গরুর মাংস ছিটিয়ে হিন্দুদের এলাকাছাড়া করা। ত্রিপুরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদের পরেই রাজ্যের কিছু উন্মুক্ত স্থানে গরুর মাংস ফেলে রাখার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাজ্য বিজেপি সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে এসব ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।

বিজেপির এই সংসদ সদস্য অভিযোগ করেন, ‘এই ধরনের কাজ ইচ্ছাকৃত ও উসকানিমূলক। যারা এসব কাজ করছে, তাদের উদ্দেশ্য হলো, আমাদের আসামের শান্তি নষ্ট করা।’ তিনি বলেন, ‘আগে হিন্দু-অধ্যুষিত এলাকায় বসবাসকারী মুসলিম পরিবারগুলো হিন্দুদের অনুভূতি সম্পর্কে সতর্ক থাকত। এখন হিন্দুদের এলাকাছাড়া করার জন্য যেখানে-সেখানে উচ্ছিষ্ট (গরুর মাংস) ফেলা হচ্ছে।’

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের মতো এলাকাতেও গরুর মাংস পাওয়া গেছে। তিনি বলেন, ‘ঈদের সময় গরুর মাংস খাওয়া ব্যক্তিগত পছন্দ, কিন্তু এটি অন্যদের উসকানি বা অপমান করার জন্য ব্যবহার করা যাবে না।’ এই ঘটনাগুলো নিয়ে জনসমক্ষে প্রতিবাদ না হওয়ায় তিনি দুঃখপ্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চললে, ২০ বছরের মধ্যে কামরূপ-কামাখ্যার সামনেও গরুর মাংস পড়ে থাকতে দেখা যাবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অবৈধ অভিবাসনের বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘কোনো আপস না করার’ অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি দাবি করেন, আসাম বিদেশি নাগরিকদের কাছ থেকে জনসংখ্যাগত ও রাজনৈতিক হুমকির সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধ অভিবাসীদের ঠেলে ফিরিয়ে দিতে রাজ্যকে সমর্থন করছেন। অথচ আমাদের মধ্যেই অনেকে এর বিরোধিতা করছে। আর বেশির ভাগ বিরোধিতার ঘটনা ঘটছে আসাম থেকে।’ তিনি বলেন, ‘শুধু মোদিজি আমাদের রক্ষা করতে পারবেন না। আসামের মানুষকেও সমর্থন দিতে হবে।’

প্রসঙ্গত, আসামের ধুবড়ি জেলার একটি মন্দির প্রাঙ্গণেও গরুর মাংস পড়ে থাকার ঘটনা ঘটেছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার পর সেখানে মানুষের জমায়েত ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এই মাংস গরুর। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই