এক বছর বয়সী ছেলেকে নিয়ে ভারতে অনুপ্রবেশ করেছেন বাংলাদেশি এক নারী। তিনি দেশটির উত্তর প্রদেশের নয়ডায় গিয়ে সৌরভ কান্ত তিওয়ারি নামে এক ভারতীয়কে নিজের স্বামী হিসেবে দাবি করেন। এ ছাড়া সঙ্গে থাকা ছেলেটি সৌরভের সন্তান বলেও জানান তিনি।
সোনিয়া আক্তার নামের ওই জানান, তিন বছর আগে বাংলাদেশে সৌরভের কান্ত তিওয়ারির সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। তবে কথিত ওই স্বামী সোনিয়াকে বিয়ের কথা অস্বীকার করেছেন। সন্তানটিও নিজের নয় বলেও দাবি করেন তিনি।
আজ সোমবার রাতে ভারতীয় গণমাধ্যম চ্যানেল নিউজ ১8-এর বরাতে জানা গেছে, সৌরভ অস্বীকার করার পর নয়ডার একটি থানায় গিয়ে তাঁর নামে অভিযোগ করেছেন সোনিয়া। দাবি করেছেন, অন্য একজন নারীর জন্য স্বামী তাঁকে ছেড়ে এসেছেন এবং বিয়ের কথা অস্বীকার করছেন।
রাজ্য পুলিশের সহযোগিতা চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সোনিয়া। অভিযোগে তিনি লিখেন, ‘স্বামীর সঙ্গে বসবাসের জন্য আমি বাংলাদেশ থেকে চলে এসেছি। আমাদের একটি সন্তান আছে। কিন্তু তিনি (স্বামী) আমাকে অস্বীকার করছেন। নয়ডায় তিনি আরেকজন নারীকে নিয়ে বসবাস করছেন।’
অভিযোগের সূত্র ধরে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এ ছাড়া বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনায় সোনিয়াকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশকে সোনিয়া বলেছেন, ‘আমি চাই সৌরভ আমাকে আর আমার সন্তানকে গ্রহণ করুক। আমি আমার বাকি জীবন তাঁর সঙ্গে কাটাতে চাই।’