হোম > বিশ্ব > ভারত

৮ বছরে লজ্জায় মাথা নিচু করার মতো কোনো কাজ করিনি: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত আট বছরে তিনি এমন কোনো কাজ করেননি যার কারণে দেশবাসীর কাছে লজ্জায় মাথা নিচু করতে হয়। বিগত ৮ বছরে তিনি দেশের সেবা করা যায় এমন কোনো চেষ্টাই বাদ রাখেননি। শনিবার গুজরাটে একটি হাসপাতালের উদ্বোধনকালে স্থানীয় জনসমাবেশে তিনি এসব কথা বলেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তাঁর নিজ রাজ্য গুজরাটের রাজকোট জেলায় ২০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় এক জনসমাবেশে ভাষণ দেন। 

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘গত আট বছরে দেশের সেবা করার কোনো প্রচেষ্টাই আমি বাদ রাখিনি। এমন কোনো কাজই করিনি, যাতে আপনাদের এমনকি দেশের একটি মানুষকেও লজ্জায় মাথা নিচু করতে হয়।’ 

ভাষণে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘গত আট বছরে, আমরা সেই ভারত নির্মাণের সৎ প্রচেষ্টা করেছি, যা মহাত্মা গান্ধী এবং সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল। এই সময়ে আমাদের সরকার দরিদ্রদের অবস্থার উন্নয়নের চেষ্টা করেছি।’ 

মোদি আরও বলেন, ‘আমরা এই সময়ে দারিদ্র্য নিরসনে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা করেছি।’ এ সময় তিনি কোভিড-১৯ মহামারির সময় সরকার গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বলেন, এ সময়ে দেশের বিপুল মানুষকে টিকা দেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার