হোম > বিশ্ব > ভারত

৮ বছরে লজ্জায় মাথা নিচু করার মতো কোনো কাজ করিনি: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত আট বছরে তিনি এমন কোনো কাজ করেননি যার কারণে দেশবাসীর কাছে লজ্জায় মাথা নিচু করতে হয়। বিগত ৮ বছরে তিনি দেশের সেবা করা যায় এমন কোনো চেষ্টাই বাদ রাখেননি। শনিবার গুজরাটে একটি হাসপাতালের উদ্বোধনকালে স্থানীয় জনসমাবেশে তিনি এসব কথা বলেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তাঁর নিজ রাজ্য গুজরাটের রাজকোট জেলায় ২০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় এক জনসমাবেশে ভাষণ দেন। 

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘গত আট বছরে দেশের সেবা করার কোনো প্রচেষ্টাই আমি বাদ রাখিনি। এমন কোনো কাজই করিনি, যাতে আপনাদের এমনকি দেশের একটি মানুষকেও লজ্জায় মাথা নিচু করতে হয়।’ 

ভাষণে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘গত আট বছরে, আমরা সেই ভারত নির্মাণের সৎ প্রচেষ্টা করেছি, যা মহাত্মা গান্ধী এবং সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল। এই সময়ে আমাদের সরকার দরিদ্রদের অবস্থার উন্নয়নের চেষ্টা করেছি।’ 

মোদি আরও বলেন, ‘আমরা এই সময়ে দারিদ্র্য নিরসনে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা করেছি।’ এ সময় তিনি কোভিড-১৯ মহামারির সময় সরকার গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বলেন, এ সময়ে দেশের বিপুল মানুষকে টিকা দেওয়া হয়েছে। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি