হোম > বিশ্ব > ভারত

লন্ডনে পড়ুয়া স্বামীকে দেখা হলো না রাজস্থানের নববধূর

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ শহরে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেকের আশা! ধূলিসাৎ হয়েছে স্বপ্ন!

তাঁদেরই একজন খুশবু রাজপুরোহিত।

ভারতীয় এই নারীর বাড়ি রাজস্থানের বালোতারা জেলার আরাবা গ্রামে। এ বছরের জানুয়ারিতে বিয়ে হয় খুশবুর। স্বামী মানফুল সিং লন্ডনে পড়াশোনা করেন। বিয়ের জন্য দেশে এসে অল্প কিছুদিন থেকে নববধূকে রেখে পশ্চিমে ফেরেন মানফুল।

পরিকল্পনা ছিল, প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করবেন তিনি। এরপর তাকে নিয়ে নৌকায় ঘুরে বেড়াবেন টেমস নদী। সেখানে বসে শুনবেন বিগ বেনের ঘণ্টাধ্বনি।

দুজনের পরিকল্পনা বাস্তবে রূপ নিতে বেশি সময় লাগেনি। দেখতে না দেখতেই পাসপোর্ট হাতে চলে আসে খুশবুর। লন্ডনে যাওয়ার ভিসাও পেয়ে যান তিনি।

ঠিক হয়, ১২ জুন এয়ার ইন্ডিয়ার দুপুরের এক ফ্লাইটে চড়ে বসবেন খুশবু। আর তাঁর জন্য লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে অপেক্ষা করবেন মানফুল।

পরিকল্পনামতো বৃহস্পতিবার দুপুরে উড়োজাহাজে ওঠেন খুশবু। উত্তেজিত ছিলেন মনে মনে। এর আগে একা একা কখনো যে আকাশপথে ভ্রমণ করেননি তিনি!

তবে শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করা হলো না পাঁচ মাস আগে বিয়ে হওয়া খুশবুর।

আহমেদাবাদ থেকে লন্ডনে উড়াল দেওয়ার মিনিটখানেকের মধ্যেই তাঁর ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে যায়। এতে একজন বাদে ফ্লাইটে থাকা বাকি ২৪১ জন আরোহীর সবাই মৃত্যুবরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় ও সাতজন পর্তুগিজ ছিলেন।

নিহত ১৬৯ জন ভারতীয়র মধ্যে খুশবুর বাপের বাড়ি অর্থাৎ রাজস্থানের ১১ জন বাসিন্দা ছিলেন।

তাঁদের মধ্যে দুজন যুক্তরাজ্যে যাচ্ছিলেন রাঁধুনির কাজ করতে। এছাড়া ফ্লাইটে রাজস্থানী এক মার্বেল ব্যবসায়ীর দুই ছেলেমেয়েও ছিলেন।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত