হোম > বিশ্ব > ভারত

৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ভারতের ৫ সেনা নিহত

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি গাড়ি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি বালনোইয়ের দিকে যাওয়ার পথে ঘারোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি ৩০০-৩৫০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা সেনাবাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি ও জম্মু-কাশ্মীরের দুর্গম রাস্তায় নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি