হোম > বিশ্ব > ভারত

সম্রাট আকবর-হুমায়ুনদের নামে রাস্তা চায় না বিজেপি 

ভারতের রাজধানী দিল্লিতে মোগল সম্রাটদের নামে রাস্তা চায় না দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লির তুঘলক রোড, আকবর রোড, আওরঙ্গজেব লেন, হুমায়ুন রোড এবং শাহজাহান রোডের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছে তারা। বিজেপি বলছে, মুসলিম দাসত্বের প্রতীক এই সড়কগুলো। আর তাই এই সড়কের নামের পরিবর্তন প্রয়োজন।

এ নিয়ে দিল্লির বিজেপির প্রধান আদেশ গুপ্ত স্থানীয় মিউনিসিপ্যাল করপোরেশন বা এনডিএমসির কাছে একটি চিঠি দিয়েছে।

গুপ্ত পরামর্শ দিয়েছেন যে তুঘলক রোডের নাম পরিবর্তন করে গুরু গোবিন্দ সিং মার্গ, আকবর রোডকে মহারানা প্রতাপ রোড, আওরঙ্গজেব লেনকে আবদুল কালাম লেন, হুমায়ুন রোডকে মহর্ষি বাল্মীকি রোড এবং শাহজাহান রোডকে জেনারেল বিপিন রাওয়াত রোড করা উচিত। আর বাবর লেনের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বোসের নামে রাখা উচিত।

কংগ্রেসের প্রধান কার্যালয় দিল্লির আকবর রোডে অবস্থিত।

এ ধরনের রাস্তার নামের পরিবর্তনগুলো দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের একটি প্যানেল দ্বারা অনুমোদিত হয়।

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দিল্লি ও উত্তর প্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যে নাম পরিবর্তনের ঘটনা অনেক বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৫ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে আওরঙ্গজেব রোডের নামকরণ করা হয়। এক বছর পরে রেসকোর্স রোড প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা পরিবর্তন করে ‘লোক কল্যাণ মার্গ’ করা হয়।

যদিও ইতিহাসবিদেরা এমন নামের পরিবর্তনগুলো নিয়ে আপত্তি তুলেছেন। বিজেপি মুসলিম দাসত্বের প্রতীকগুলো সরিয়ে দিয়ে জাতীয় গর্ব পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি