হোম > বিশ্ব > ভারত

সম্রাট আকবর-হুমায়ুনদের নামে রাস্তা চায় না বিজেপি 

ভারতের রাজধানী দিল্লিতে মোগল সম্রাটদের নামে রাস্তা চায় না দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লির তুঘলক রোড, আকবর রোড, আওরঙ্গজেব লেন, হুমায়ুন রোড এবং শাহজাহান রোডের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছে তারা। বিজেপি বলছে, মুসলিম দাসত্বের প্রতীক এই সড়কগুলো। আর তাই এই সড়কের নামের পরিবর্তন প্রয়োজন।

এ নিয়ে দিল্লির বিজেপির প্রধান আদেশ গুপ্ত স্থানীয় মিউনিসিপ্যাল করপোরেশন বা এনডিএমসির কাছে একটি চিঠি দিয়েছে।

গুপ্ত পরামর্শ দিয়েছেন যে তুঘলক রোডের নাম পরিবর্তন করে গুরু গোবিন্দ সিং মার্গ, আকবর রোডকে মহারানা প্রতাপ রোড, আওরঙ্গজেব লেনকে আবদুল কালাম লেন, হুমায়ুন রোডকে মহর্ষি বাল্মীকি রোড এবং শাহজাহান রোডকে জেনারেল বিপিন রাওয়াত রোড করা উচিত। আর বাবর লেনের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বোসের নামে রাখা উচিত।

কংগ্রেসের প্রধান কার্যালয় দিল্লির আকবর রোডে অবস্থিত।

এ ধরনের রাস্তার নামের পরিবর্তনগুলো দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের একটি প্যানেল দ্বারা অনুমোদিত হয়।

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দিল্লি ও উত্তর প্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যে নাম পরিবর্তনের ঘটনা অনেক বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৫ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে আওরঙ্গজেব রোডের নামকরণ করা হয়। এক বছর পরে রেসকোর্স রোড প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা পরিবর্তন করে ‘লোক কল্যাণ মার্গ’ করা হয়।

যদিও ইতিহাসবিদেরা এমন নামের পরিবর্তনগুলো নিয়ে আপত্তি তুলেছেন। বিজেপি মুসলিম দাসত্বের প্রতীকগুলো সরিয়ে দিয়ে জাতীয় গর্ব পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে।

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা