পাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা ব্যবস্থা নেয়। এর অংশ হিসেবে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়। এতে করে বিপাকে পড়ে ভারতীয় এয়ারলাইনসগুলো। বিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে নিয়মিত রুটের বদলে বিকল্প হিসেবে দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে।