হোম > বিশ্ব > ভারত

তীব্র গরমে নাজেহাল পশ্চিমবঙ্গ

কলকাতা প্রতিনিধি

গরমে হাঁসফাঁস করছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলগুলি। বেশ কয়েকজন এরই মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়েছেন। খবর পাওয়া গেছে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুরও।

ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়ও গরমের দাপটে বিপাকে সাধারণ মানুষ। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আগামী সোমবারের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে আরও তিন চারদিন কষ্ট করতে হবে গরমে। 

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দেশটির রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে রাজ্যগুলোকে দাবদাহের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। হাসপাতালগুলোতে বাড়তি সতর্কতা জারি করতে বলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি আগামী সোমবার থেকেই দিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরকে।

গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বহুদিন বৃষ্টির দেখা নেই। সোমবারের আগে সম্ভাবনাও নেই। তাপমাত্রা হুহু করে বেড়ে চলেছে। স্বাভাবিকের থেকে কোথাও ২ তো কোথাও ৪ ডিগ্রি বেশি। ৪০ ছাড়িয়ে অনেক জায়গায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪২ থেকে ৪৩ ডিগ্রি। রাজ্যের উত্তরাংশের জেলাগুলোতেও আবহাওয়া অনেকটাই শান্ত। কোচবিহারসহ একাধিক জেলায় বৃষ্টির দেখা মেলেছে। 

এদিকে রমজান মাসে এই গরমে মুসলিম সম্প্রদায়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। পরিবেশবিদেরা এজন্য দুষছেন বৈশ্বিক উষ্ণায়ণকে। দোষ যারই হোক গরমের হাত থেকে মুক্তির জন্য হাহাকার শুরু হয়েছে চারিদিকে। এমনকি, রাস্তার পশুরাও গরমে কাহিল। 

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ