হোম > বিশ্ব > ভারত

বিজ্ঞান মিথ্যা বলে না, মোদি বলেন: রাহুল গান্ধী

কলকাতা প্রতিনিধি

বিজ্ঞান কখনো মিথ্যে কথা বলতে পারে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলেন। বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যম টুইটারে এমনই মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কোভিড–১৯ মহামারিতে ভারতীয়দের মৃত্যুর সংখ্যা নিয়ে মোদি সরকার কারচুপি করেছে এমন অভিযোগ তুলে রাহুল গান্ধী এই কথা বলেন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কোভিড–১৯ মহামারিকালের মৃতদের সংখ্যা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারত কোভিডে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সরকারি তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ৫ লাখ ২৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে গত ডিসেম্বর পর্যন্ত ভারতে অন্তত ৪৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন কোভিডের কারণে। 

রাহুল তাঁর টুইটে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি চার্ট শেয়ার করে লিখেছেন, ‘কোভিড মহামারিতে অন্তত ৪৭ লাখ ভারতীয় মারা গেছেন, সরকারের দাবি অনুসারে ৪ লাখ ৮০ হাজার নয়।

বিজ্ঞান কখনো মিথ্যা বলে না, মোদি বলেন। প্রিয়জন হারিয়েছে এমন পরিবারগুলোকে সম্মান করুন, বাধ্যতামূলকভাবে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়ে তাদের সহায়তা করুন।’ 

তবে, এনডিটিভির প্রতিবেদন বলছে, বিজেপি রাহুল গান্ধীর বক্তব্য ভুল বলে উড়িয়ে দিয়ে বলেছে—বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা (তথ্য) আর কংগ্রেসের বেটা (পুত্র) দুইটাই ভুল। 

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এই তথ্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে ভারতে। তবে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই রিপোর্ট পুরোটাই বিভ্রান্তিমূলক। 

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার