হোম > বিশ্ব > ভারত

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বৃদ্ধি

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার দিল্লির নাগরিক সমাজের সদস্যরা হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজনের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নয়া দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছি বিক্ষোভ মিছিলের কথা মাথায় রেখে। আইনশৃঙ্খলা ভঙ্গ করার অনুমতি কাউকেই দেওয়া হবে না।’

দিল্লির সিভিল সোসাইটি এবং আরও অনেক সংগঠন বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ জানাতে বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে একটি মিছিলের ডাক দিয়েছে।

এর আগে, গত ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়। হাইকমিশনের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয় সিসিটিভি নজরদারিও। এ ছাড়া, স্ট্রাইক ইউনিট ও পুলিশ কন্ট্রোল রুমের পেট্রল ভ্যানও সেখানে পাঠানো হয়।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পর থেকেই বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। এর পর থেকেই দুই দেশের মধ্যে ক্রমেই শীতলতা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গতকাল সোমবার ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দীনের সঙ্গে বৈঠক করেন। মিশ্রি সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে এক দিনের সফরে ঢাকা পৌঁছান। হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর ঢাকায় এটি দিল্লির উচ্চপর্যায়ের প্রথম সফর।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর