ঢাকা: অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক হাসপাতালে ২২ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার মহারাষ্ট্রের জাকির হুসাইন হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।
নাসিক জেলা কালেক্টর সুরাজ মানধারে বলেন, ট্যাঙ্কার লিক হওয়ার কারণে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় ২২ জন রোগীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। এর মধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বাকি রোগীরা হাসপাতালেই ছিলেন। হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন।
অক্সিজেন লিক হয়ে ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অক্সিজেন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ট্রাক থেকে পানি দেওয়া হচ্ছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপীর বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অক্সিজেনের ঘাটতির কারণেই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।