হোম > বিশ্ব > ভারত

র‍্যাগিং ও ছবি ফাঁসের জেরে তেলেঙ্গানায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

র‍্যাগিংয়ের শিকার মেডিকেল ছাত্রীর আত্মহত্যার পর তেলেঙ্গানায় এবার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রাজ্যের ওয়ারাঙ্গাল জেলায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। অভিযোগ উঠেছে, তাঁর এক ছেলে বন্ধু অন্যদের সঙ্গে ব্যক্তিগত ছবি শেয়ার করায় ওই ছাত্রী আত্মহত্যা করেন। রোববার সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

এর আগে একই রাজ্যের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক মেডিকেল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টার চার দিন পর রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২৬ বছর বয়সী ডি প্রীতি নামের ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এক ধরনের ইনজেকশন শরীরে প্রয়োগ করে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। হাসপাতালে রাতের শিফটে কাজ করার সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অবস্থায় হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

পরিবারের অভিযোগ, কাকাতিয়া মেডিকেল কলেজে পড়ুয়া প্রীতি তার সিনিয়রের দ্বারা র‍্যাগিং বা হয়রানির শিকার হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন। প্রীতির বাবা জানান, তাঁর মেয়েকে র‍্যাগিং করা হতো নানাভাবে। যার জেরে মানসিক অবসাদে ভুগে এই আত্মহত্যা। তাঁর অভিযোগের ভিত্তিতে মোহম্মদ আলি সাইফ নামের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেপ্তার করে ওয়ারাঙ্গাল জেলা পুলিশ। ওয়ারাঙ্গালের পুলিশ কমিশনার সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রীতির হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ইঙ্গিত মিলেছে যে, সাইফ তাঁকে র‍্যাগিং করতেন।’ 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মেডিকেল কলেজ চত্বরে। এ ছাড়া অন্যান্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করা হয়।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা