ভারতের সাবেক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দিল্লিতে ভারতীয় লোকসভার স্পীকার ওম বিড়লার বাড়িতে তিনি পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগ পত্র গৃহীত হয়েছে।
বাবুল সুপ্রিয় ২০১৪ সালে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হন। তাঁকে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী করা হয়। ২০১৯ সালেও একই আসন থেকে তিনি জয়লাভ করে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু পরবর্তীতে মন্ত্রিসভার রদবদলে তাঁকে বাদ দেওয়া হয়। এরপর তিনি তৃণমূলে যোগ দেন। তখনই সাংসদ পদ থেকে পদত্যাগের দাবি ওঠে।
সামাজিক গণমাধ্যমে বাবুল লিখেছেন, 'আমি আর বিজেপির অংশ নই, যে বিজেপির জন্য আমি একটি আসনে জয়লাভ করেছিলাম। আমার মধ্যে যদি কিছু থেকে থাকে, তাহলে আমি আবার জয়লাভ করব।'