হোম > বিশ্ব > ভারত

ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধি, সমালোচনার মুখে বিজেপি

প্রতিনিধি, কলকাতা

ভারতে জ্বালানির দাম বেড়েই চলেছে। আজ বুধবার দেশটিতে বাসাবাড়ির গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ রুপি বাড়ানো হয়েছে। দাম পেট্রল-ডিজেলের দামও চড়া। বিজেপি বলছে, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই মূল্যবৃদ্ধি পাচ্ছে। তবে বিজেপির এসব বক্তব্য মানতে নারাজ বিরোধীরা। সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ফলে জ্বালানির দাম বাড়িয়ে ভোটের আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার।

আজ বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জিডিপির মূল মানে হচ্ছে গ্যাস, ডিজেল এবং পেট্রলের মূল্যবৃদ্ধি। রোজই বাড়ছে।’ 

আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘২০১৪ সালে ইউপিএ আমলে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ রুপি, এখন ৩২ শতাংশ কমে হয়েছে ৭১ রুপি। ভারতে পেট্রলের দাম ছিল প্রতি লিটার ৭১ রুপি ৫০ পয়সা। এখন সেটা হয়েছে ১০১ রুপি। ডিজেল ৫৭ থেকে বেড়ে হয়েছে ৮৮ রুপি। এর জন্য বিজেপি দায়ী। পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য থেকে বিজেপি সরকার ২৩ লাখ রুপি আয় কয়েছে। সেই অর্থ কোথায় গেল?’ 

শুধু রাহুল গান্ধীই নন, ভারতের বিজেপি বিরোধী সব দলই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছে। বিজেপির জোট শরিক সংযুক্ত জনতা দলের পক্ষ থেকেও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানানো হয়। 

জেডিইউ নেতা কে সি ত্যাগী আশঙ্কা করেন, আসন্ন পাঁচ রাজ্যের ভোটে বিজেপি বিরোধীরা জ্বালানির দামকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেবে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে