হোম > বিশ্ব > ভারত

জিজ্ঞাসাবাদ এড়াতে হাসপাতাল আর আদালতই ভরসা অনুব্রতর 

কলকাতা প্রতিনিধি

জিজ্ঞাসাবাদ এড়াতে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা হাসপাতালে ভর্তির জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গরু পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বারবার ডেকে পাঠাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই ডাকে সাড়া দেওয়ার পরিবর্তে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। 

কয়েক দিন আগেই তিনি কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএমে ভর্তি হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁর ভর্তির প্রয়োজন নেই বলে পরিষ্কার জানিয়ে দেন। এ ছাড়া, বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীও এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অনুব্রত তাঁকে ডেকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে অনুরোধ জানিয়েছিলেন। তবে, তিনি রাজি হননি। 

সর্বশেষ, স্থানীয় সময় আজ বুধবার রাজ্যের একটি বেসরকারি মেডিকেল কলেজের মালিক মলয় পীঠকে ডেকে জরুরি ভিত্তিতে তাঁর অর্শ ও ফিশ্চুলার অপারেশন করানোর অনুরোধ জানান বলে জানা গিয়েছে। কিন্তু কেউই তাঁকে হাসপাতালে ভর্তি করতে রাজি হচ্ছেন না। গোয়েন্দা সংস্থা সিবিআইও ঘনঘন তলব করছে তাঁকে। এই পরিস্থিতিতে গ্রেপ্তার এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রত। হাসপাতালে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টই তাঁর একমাত্র ভরসা। তবে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবেন তার জন্য অপেক্ষাই করতে হবে তাঁকে। 

এদিকে, তৃণমূল দলের মহাসচিব ও সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের বিষয়ে যেমন নীরবতা পালন করেছে তেমনি অনুব্রতর ক্ষেত্রেও একই পথ অনুসরণ করছে। এখন পর্যন্ত অনুব্রতর পক্ষ নিয়ে কোনো বক্তব্য দেয়নি তৃণমূল। 

অপরদিকে, সিবিআইয়ের দশম তলব উপেক্ষা করে আপাতত বোলপুরে নিজ বাড়িতেই স্বঘোষিত বেড রেস্টে তৃণমূলের এই দাপুটে নেতা। 

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক