হোম > বিশ্ব > ভারত

মমতার সঙ্গে ভারতে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

কলকাতা প্রতিনিধি  

পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার স্থানীয় সময় ৬ টার দিকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

দীর্ঘ নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেলেন। নবান্ন সূত্র জানা গেছে, এর আগে দুই বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান সাক্ষাৎ চাইলেও তা সম্ভব হয়নি। সেই প্রেক্ষিতে এই বৈঠককে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখন পর্যন্ত এই সাক্ষাতের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে কূটনৈতিক সূত্রে জানা যায়, রবীন্দ্র কাছারিবাড়ি ইস্যুর পাশাপাশি সীমান্ত সমস্যা, বিএসএফ ও বিজিবির ভূমিকা, ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিকদের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া, তিস্তা পানিবণ্টন ইস্যু, সীমান্ত বাণিজ্য এবং স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত দ্বিপক্ষীয় সমস্যা নিয়েও আলোচনা হতে পারে।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার