হোম > বিশ্ব > ভারত

ভারতে বাসে আগুন লেগে ৩ শিশুসহ নিহত অন্তত ২৫ 

ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন লেগে তিন শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সামরুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাসটি পুনে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এতে ৩৩ জন আরোহী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খুঁটিতে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় পড়া বাসটির চালকের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসের চাকার টায়ার ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারায়, এরপর সেটি পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়।

মহারাষ্ট্রের বুলধানা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সুনীল কাদাসানে বলেন, বাসের ২৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। চালকসহ আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত চলছে উল্লেখ করে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে তাঁদের অগ্রাধিকার হলো, মরদেহগুলোর পরিচয় শনাক্ত করে সেগুলো তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতদের শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

এ ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত