হোম > বিশ্ব > ভারত

৭ বার সাপের ছোবলের পরেও জীবিত তিনি 

সাতবার সাপের ছোবল খেয়েও জীবিত আছেন ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দা। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা কৃষক বাবলু মাঠে কাজ করছিলেন। তখন এক জোড়া সাপ তাঁর সামনে এসে পড়ে। তাঁর দিকে এগিয়ে আসতেই পাল্টা লাঠি নিয়ে ওই যুবকও তেড়ে যান সাপ দুটির দিকে। তারপর নিজেকে বাঁচাতে একটি সাপকে লাঠিপেটা করে মেরে ফেলেন। সঙ্গী সাপটি তখনকার জন্য পালিয়ে যায়। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা। 

বাবলু জানান, তিনি যখন ওই জমিতে কাজ করেন তখন মাঝে মাঝেই সাপের ছোবল খেতে হয় তাঁকে। আর তিনি নিশ্চিত যে একটি সাপই তাঁকে ছোবল মেরে যায়। 

স্থানীয় এক সাপুড়ে বাবলুকে জানান, সঙ্গীকে হারানোর যন্ত্রণা থেকেই সাপটি প্রতিশোধ নিতে বারবার এসে ছোবল বসাচ্ছে। বাবলুর সঙ্গে যারা মাঠে কাজ করেন, তাঁরা বাবলুকে পরামর্শ দিয়েছিলেন সাপের ছোবল খাওয়া থেকে বাঁচতে পুজা পাঠ করাতে। কিন্তু ব্যয়বহুল হওয়ায় সেই রাস্তায় হাঁটেননি বাবলু। 

এ নিয়ে তিনি বলেন, যদি আমাকে মরতে হয়, আমি মরব। আমি আত্মরক্ষায় সাপটিকে মেরেছি এবং এতে আমি অনুতপ্ত নই।

মির্জাপুর জেলার একজন কর্মকর্তা জানিয়েছেন, যে সাপটি বাবলুকে ছোবল দিচ্ছে, সেটি বিষধর প্রজাতির নয়। আর এ জন্য তিনি বেঁচে যাচ্ছেন।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ