হোম > বিশ্ব > ভারত

৭ বার সাপের ছোবলের পরেও জীবিত তিনি 

সাতবার সাপের ছোবল খেয়েও জীবিত আছেন ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দা। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা কৃষক বাবলু মাঠে কাজ করছিলেন। তখন এক জোড়া সাপ তাঁর সামনে এসে পড়ে। তাঁর দিকে এগিয়ে আসতেই পাল্টা লাঠি নিয়ে ওই যুবকও তেড়ে যান সাপ দুটির দিকে। তারপর নিজেকে বাঁচাতে একটি সাপকে লাঠিপেটা করে মেরে ফেলেন। সঙ্গী সাপটি তখনকার জন্য পালিয়ে যায়। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা। 

বাবলু জানান, তিনি যখন ওই জমিতে কাজ করেন তখন মাঝে মাঝেই সাপের ছোবল খেতে হয় তাঁকে। আর তিনি নিশ্চিত যে একটি সাপই তাঁকে ছোবল মেরে যায়। 

স্থানীয় এক সাপুড়ে বাবলুকে জানান, সঙ্গীকে হারানোর যন্ত্রণা থেকেই সাপটি প্রতিশোধ নিতে বারবার এসে ছোবল বসাচ্ছে। বাবলুর সঙ্গে যারা মাঠে কাজ করেন, তাঁরা বাবলুকে পরামর্শ দিয়েছিলেন সাপের ছোবল খাওয়া থেকে বাঁচতে পুজা পাঠ করাতে। কিন্তু ব্যয়বহুল হওয়ায় সেই রাস্তায় হাঁটেননি বাবলু। 

এ নিয়ে তিনি বলেন, যদি আমাকে মরতে হয়, আমি মরব। আমি আত্মরক্ষায় সাপটিকে মেরেছি এবং এতে আমি অনুতপ্ত নই।

মির্জাপুর জেলার একজন কর্মকর্তা জানিয়েছেন, যে সাপটি বাবলুকে ছোবল দিচ্ছে, সেটি বিষধর প্রজাতির নয়। আর এ জন্য তিনি বেঁচে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি