হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসে যোগদানের আগে আবারও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারের’ ভূমিকায় প্রশান্ত কিশোর

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের দল রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করতে যাচ্ছেন ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। তাঁর প্রতিষ্ঠান ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপিএসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চন্দ্রশেখরের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরসি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলেই ভাবছেন বিশ্লেষকেরা। গত শনিবার থেকেই হায়দরাবাদে চন্দ্রশেখর রাওয়ের সরকারি বাসভবন থেকে নির্বাচনী প্রচার কার্য চালানোর কৌশল নির্ধারণ করেছেন বলে জানিয়েছে একটি সূত্র। পিকে ও তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে চুক্তিটি প্রত্যাশিত ছিল বলেই অনেকের ধারণা। 

তবে এই চুক্তির ফলে পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টিকে আবারও আলোচনায় এনেছে। এর আগে, কংগ্রেসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল—প্রশান্ত কিশোর ভারতের সবচেয়ে প্রাচীন দলটিকে পুনরুজ্জীবিত করার বিস্তৃত পরিকল্পনা নিয়ে এতে যোগদান করতে যাচ্ছেন। 

কংগ্রেস প্রবীণ নেতাদের একটি অংশ ভারতের বিভিন্ন রাজ্য প্রশান্ত কিশোর কংগ্রেস বিরোধী দলগুলোর সঙ্গে জড়িত থাকায় পিকের সঙ্গে যে কোনো ধরনের যোগসূত্র স্থাপনের ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির একটি অংশ কংগ্রেসে যোগ দেওয়ার জন্য পিকেকে তাঁর পরামর্শকের ভূমিকা থেকে সরে এসে স্থায়ীভাবে কংগ্রেসে যোগদানের ব্যাপারে বলেছিলেন। 

যদিও প্রশান্ত কিশোর আনুষ্ঠানিকভাবে আইপিএসির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করেছেন। তবে তারপরও ধারণা করা হয়—প্রতিষ্ঠানটির সব সিদ্ধান্তের তাঁর প্রভাব রয়েছে। 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ