হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসে যোগদানের আগে আবারও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারের’ ভূমিকায় প্রশান্ত কিশোর

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের দল রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করতে যাচ্ছেন ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। তাঁর প্রতিষ্ঠান ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপিএসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চন্দ্রশেখরের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরসি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলেই ভাবছেন বিশ্লেষকেরা। গত শনিবার থেকেই হায়দরাবাদে চন্দ্রশেখর রাওয়ের সরকারি বাসভবন থেকে নির্বাচনী প্রচার কার্য চালানোর কৌশল নির্ধারণ করেছেন বলে জানিয়েছে একটি সূত্র। পিকে ও তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে চুক্তিটি প্রত্যাশিত ছিল বলেই অনেকের ধারণা। 

তবে এই চুক্তির ফলে পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টিকে আবারও আলোচনায় এনেছে। এর আগে, কংগ্রেসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল—প্রশান্ত কিশোর ভারতের সবচেয়ে প্রাচীন দলটিকে পুনরুজ্জীবিত করার বিস্তৃত পরিকল্পনা নিয়ে এতে যোগদান করতে যাচ্ছেন। 

কংগ্রেস প্রবীণ নেতাদের একটি অংশ ভারতের বিভিন্ন রাজ্য প্রশান্ত কিশোর কংগ্রেস বিরোধী দলগুলোর সঙ্গে জড়িত থাকায় পিকের সঙ্গে যে কোনো ধরনের যোগসূত্র স্থাপনের ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির একটি অংশ কংগ্রেসে যোগ দেওয়ার জন্য পিকেকে তাঁর পরামর্শকের ভূমিকা থেকে সরে এসে স্থায়ীভাবে কংগ্রেসে যোগদানের ব্যাপারে বলেছিলেন। 

যদিও প্রশান্ত কিশোর আনুষ্ঠানিকভাবে আইপিএসির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করেছেন। তবে তারপরও ধারণা করা হয়—প্রতিষ্ঠানটির সব সিদ্ধান্তের তাঁর প্রভাব রয়েছে। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে