অবেশেষে বিদেশিদের জন্য ভ্রমণ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ নভেম্বর থেকে ভারত যেতে বিদেশিদের ভ্রমণ ভিসা দেওয়া হবে। আর যারা চার্টার্ড ফ্লাইটে ভারতে যাবেন তাঁদের আগামী ১৫ অক্টোবর থেকেই ভ্রমণ ভিসা দেওয়া শুরু হবে।
কোভিড মহামারির পরিপ্রেক্ষিতে দেড় বছরের বেশি সময় ধরে ভ্রমণ ভিসা স্থগিত রাখার পর এই ভিসা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিল ভারত।
এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, আগামী ১২ অক্টোবর মঙ্গলবার থেকে বাংলাদেশে পর্যটক ভিসা পরিষেবা শুরু হবে।
মূলত পর্যটনের মাধ্যমে অর্থনীতি চাঙা করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারত সরকারের কর্মকর্তারা। কোভিডে বিপর্যস্ত অর্থনীতিতে গতি আনতে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা উন্মুক্তকরণ বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারগুলোসহ অংশীজনদের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, বেশ কয়েকটি রাজ্য সরকার এবং অন্যদের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার তাগাদা পাচ্ছিল। দ্রুত বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা উন্মুক্ত করার অনুরোধ জানানো হচ্ছিল। সব দিক বিবেচনায় আমরা ভ্রমণের বিষয়ে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।
তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশিত কোভিড নির্দেশনা মেনে চলার জন্য রাজ্য সরকারগুলোকে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে পর্যটক ও অংশীজনদেরও এসব নির্দেশনা মেনে চলার ব্যাপারে বলা হচ্ছে।
করোনা মহামারির কারণে গত বছর ভারত সরকার ভ্রমণ ভিসা স্থগিত করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসা এবং কোভিড টিকার সংকট কেটে যাওয়ায় সরকার বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯-এর লেখ এখন নিম্নমুখী। দৈনিক গড়ে ২০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। তবে কোভিড-১৯ মোকাবিলার চ্যালেঞ্জ এখনো রয়েছে। আসছে উৎসব-পার্বণের মৌসুমে কেউ যেন এ নিয়ে অবহেলা না করেন সে ব্যাপারে সতর্ক করছে সরকার।