হোম > বিশ্ব > ভারত

সিনেমার পর্দা থেকে সংসদের পথে বলিউড ‘কুইন’ কঙ্গনা

ভারতের লোকসভা নির্বাচনে কঙ্গনা রনৌতকে প্রার্থী করে চমক দেখিয়েছিল বিজেপি। দেশটির হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করে চমককে আরও এক ধাপ এগিয়ে নিলেন বলিউড কুইন। 

মঙ্গলবার ভোট গণনার শেষ পর্যায়ে ভারতের গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, মান্ডি আসনে জয় পেয়েছেন কঙ্গনা। বিজয় নিশ্চিত হওয়ার পর একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজকের এই দিনটা আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল। যেহেতু রাজনীতিতে প্রথম, সেহেতু নানা অনিশ্চয়তা ছিল। এটা আমার প্রথম জয়ও। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয় কর্মীদের। নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথানত করে ধন্যবাদ জানাই মান্ডির সমস্ত মানুষকে। মান্ডিকন্যা, মান্ডির বোন কঙ্গনাকে এত ভালেবাসা দিয়েছে। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব, বিকাশ করব।’ 

মান্ডি আসনে কঙ্গনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ‘রাজাসাহেব’ হিসেবে পরিচিত কংগ্রেসের বিক্রমাদিত্য সিং। মান্ডির প্রয়াত রাজা বীরভদ্র সিংয়ের পুত্র তিনি। বীরভদ্র সিং হিমাচলের রাজনীতিতে কিংবদন্তি পুরুষ ছিলেন। বহুবার তিনি এই রাজ্যটির মুখ্যমন্ত্রী হয়েছেন। 

পারিবারিক ঐতিহ্যের জন্যই বিক্রমাদিত্যর বয়স মাত্র ৩৩ বছর হলেও রাজনীতিতে কঙ্গনার চেয়ে তিনি অনেকাংশে এগিয়ে ছিলেন। ফলে ধারণা করা হচ্ছিল, নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বলিউড অভিনেত্রী। তবে ভোটের ফলাফল বলছে, বেশ সহজেই জয় পেয়ে গেছেন তিনি। বিক্রমাদিত্যের চেয়ে তিনি প্রায় ৭৫ হাজার ভোট বেশি পেয়েছেন। 

সম্প্রতি নির্বাচনী প্রচারণা চালানোর সময় কঙ্গনা ঘোষণা করেছিলেন, বিজয়ী হলে তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। বিজয়ের পর এবার দেখার পালা সংসদ আর রাজনীতির মাঠে কেমন ভূমিকা রাখেন তিনি।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ