হোম > বিশ্ব > ভারত

কেরালায় বিড়ালের কাঁচা মাংস খাচ্ছিল আসামের ক্ষুধার্ত যুবক

টানা কয়েক দিন কোনো খাবার না পেয়ে ভারতের কেরালা রাজ্যের কুট্টিপ্পুরম শহরে বিড়ালের কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছিলেন আসামের এক যুবক। শনিবার সন্ধ্যায় শহরের বাস স্ট্যান্ড এলাকায় জনাকীর্ণ স্থানে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।

আজ রোববার কেরালার পুলিশের বরাতে দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ক্ষুধার্ত ওই যুবকের বাড়ি আসাম রাজ্যের ধুবরি জেলায়।

জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় মানুষেরা হঠাৎ দেখতে পায়—বাসস্ট্যান্ড এলাকায় একটি মৃত বিড়ালের কাঁচা মাংস খাচ্ছে ওই যুবক। পরে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জানতে পেরেছি, গত পাঁচ দিন ধরে সে কোনো খাবার খায়নি।’

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে আরও পারে, ঘটনার পর স্থানীয় মানুষেরা ওই যুবককে কিছু খাবার কিনে দিলে তিনি সেগুলো নির্দ্বিধায় গ্রহণ করেন। কিন্তু কিছুক্ষণ পর কাউকে কিছু না বলে সেখান থেকে উধাও হয়ে যান।

আজ রোববার ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা আজ সকালে তথ্য পাই, যুবকটিকে এখানকার একটি রেল স্টেশনে পাওয়া গেছে। তাই আমরা ঘটনাস্থলে গিয়ে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চাই।’

পরে ওই যুবকের পুলিশকে জানান, তিনি ভারতের উত্তর-পূর্ব আসাম রাজ্যে একজন কলেজছাত্র ছিলেন। গত ডিসেম্বরে পরিবারকে না জানিয়ে ট্রেনে চড়ে তিনি কেরালায় চলে আসেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘সে আমাদের চেন্নাইতে কর্মরত তার ভাইয়ের নম্বর দিয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি এবং নিশ্চিত হয়েছি যে, তার দেওয়া তথ্যগুলো সঠিক।’

জানা গেছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর ওই যুবককে পার্শ্ববর্তী ত্রিশুর এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে তাঁদের কাছে ওই যুবককে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি