হোম > বিশ্ব > ভারত

মোদির সঙ্গে উন্মুক্ত বিতর্কের প্রস্তাব গ্রহণ করলেন রাহুল

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি জনসমক্ষে বিতর্কে লড়ার প্রস্তাব গ্রহণ করেছেন। ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিদের আহ্বানের জবাবে গতকাল শনিবার এক টুইটে রাহুল গান্ধী বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর, ভারতের ল কমিশনের সাবেক চেয়ারম্যান অজিত পি সাহা এবং জ্যেষ্ঠ সাংবাদিক এন রাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর চিঠি লেখেন একটি উন্মুক্ত বিতর্কে অংশ নিতে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী টুইটে জবাব দেন। 

রাহুল গান্ধী জানান, তিনি অথবা তাঁর দল কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাগে এই উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী মোদিও এই প্রস্তাব গ্রহণ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে রাহুল বলেন, ‘একটি সুস্থ গণতন্ত্রের জন্য একক প্ল্যাটফরমের মাধ্যমে দেশের সামনে প্রধান দলগুলোর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা একটি ইতিবাচক উদ্যোগ হবে। কংগ্রেস এই উদ্যোগকে স্বাগত জানায় এবং আলোচনার আমন্ত্রণ গ্রহণ করছে। এই সংলাপে প্রধানমন্ত্রীর অংশগ্রহণও প্রত্যাশা করে দেশ। 

রাহুল গান্ধী জানান, তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং তাঁরা সম্মত হয়েছেন যে, ‘এ ধরনের বিতর্ক জনগণকে আমাদের (রাজনৈতিক দলগুলোর) নিজ নিজ দৃষ্টিভঙ্গি বুঝতে ও তাদের একটি নিজ নিজ পছন্দ বাছাই করতে সহায়তা করবে। তিনি বলেন, ‘আমি অথবা কংগ্রেসের সভাপতি এ ধরনের বিতর্কে অংশ নিতে পারলে খুশি হব।’ 

এদিকে, রাহুলের এই টুইটের পর তাঁকে এক হাত নিয়েছে বিজেপি। দলটির নেতা তেজস্বী সূর্য রাহুলের এই বিতর্কের প্রস্তাব গ্রহণের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ইন্ডিয়া জোট দূরে থাক, তিনি (রাহুল) তো কংগ্রেসেরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন। 

এক্সে শেয়ার করা এক পোস্টে সূর্য বলেন, ‘রাহুল গান্ধী কে যে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী বিতর্ক করবেন? ইন্ডিয়া জোট দূরে থাক তিনি (রাহুল) তো কংগ্রেসেরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন। তাঁকে আগে বলুন, কংগ্রেসের হয়ে নিজের প্রধানমন্ত্রিত্বের প্রার্থিতা ঘোষণা করতে, তাঁর দলের পরাজয়ের দায়ভার তাঁকে নিতে বলুন, তারপর প্রধানমন্ত্রীকে বিতর্কে আহ্বান জানাতে বলুন।’

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে