হোম > বিশ্ব > ভারত

ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানানোয় ভারতে একজনকে আটক

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানানোয় ভারতের উত্তর প্রদেশে এক মুসলিম ব্যক্তিকে আটক করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করার জন্যই ওই ব্যক্তি এই আহ্বান জানিয়েছিলেন।

এ নিয়ে উত্তর প্রদেশের আজমগড় জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুধির কুমার সিং আল জাজিরাকে বলেন, ফেসবুক পেজে সারাইমির গ্রামের জনগণকে জুমার নামাজের পর বাড়িতে অথবা গাড়িতে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানান ইয়াসির আক্তার। পরে তাঁকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা সিং আরো বলেন, সারাইমির গ্রামটি জনবহুল। সেখানে অনেক মুসলমান বসবাস করেন। ইয়াসির আক্তারের আহ্বানে সাড়া দিলে সহিংসতা ছড়িয়ে পড়তে পারত। অনেকেই এর বিরোধিতা করেছে। তাই তাঁকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাজায় ১১ দিনের সংঘাতের পর গাজায় আজ শুক্রবার থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সংঘাতে ২৩০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৬৫টি শিশু। অপরদিকে ইসরায়েলের নিহত হয়েছে ১২ জন।

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা