হোম > বিশ্ব > ভারত

গিলানির কবর নিয়ে কাশ্মীরে নতুন বিতর্ক

প্রতিনিধি, কলকাতা

ভারতের জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সৈয়দ আলী শাহ গিলানির কবর দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ১ সেপ্টেম্বর ৯২ বছরের প্রবীণ নেতার মৃত্যু হয়। জম্মু-কাশ্মীর পুলিশের অভিযোগ, গিলানির মৃত্যুর পর তাঁর শরীর পাকিস্তানি পতাকায় ঢাকা ছিল। তাই মামলা রুজু করে পুলিশ। 

একদিকে গিলানির ছেলে নাশিমের অভিযোগ, পুলিশ তাঁর বাবার লাশ ছিনিয়ে নিয়ে রাতের অন্ধকারে কবর দিয়েছে। অন্যদিকে, কাশ্মীর জোন পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে গিলানির শেষ কৃত্যের ভিডিও প্রকাশ করেছে। গিলানির দেহ নিয়ে বিতর্কের মধ্যেই হুরিয়ত নেতারা বুধবার ভারতে জেলবন্দী পাকিস্তানপন্থী জঙ্গি নেতা মাসরাত আলম ভাটকে অল পার্টি হুরিয়ত কনফারেন্সের সভাপতি নির্বাচিত করে। কাশ্মীর পুলিশের আশঙ্কা, আফগানিস্তানে তালেবান উত্থানে উপত্যকার বিচ্ছিন্নতাবাদীরা বাড়তি উৎসাহ পাচ্ছে। তবে কড়া হাতেই পরিস্থিতি সামাল দিতে চাইছেন তাঁরা। 

গিলানির কবর দেওয়া নিয়ে কাশ্মীর উপত্যকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ অবশ্য ভিডিও প্রকাশ করে জানিয়েছে, প্রবীণ বিচ্ছিন্নতাবাদী নেতার পরিবারের উপস্থিতিতে ইসলাম ধর্মের রীতি মেনেই তাঁকে কবর দেওয়া হয়েছে। তবে গিলানি পরিবারের কে উপস্থিত ছিলেন তা বলেননি তাঁরা। 

শ্রীনগরে গিলানির কবর ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ মোকাবিলায় নেওয়া হয়েছে ব্যাপক পুলিশি ব্যবস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। তবে হাঙ্গামা বাধানোর চেষ্টা চলছে। হুরিয়তের নেতারা অনেকেই জেলবন্দী থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ব্যাপক নিরাপত্তা বাহিনী। সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হুরিয়তের নতুন নেতা হিসেবে মাসরাত নির্বাচিত হওয়ায় আরও বেশি সতর্ক পুলিশ। কারণ ভারতে মাসরক গিলানির থেকেও কট্টরপন্থী বলে পরিচিত। 

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত