হোম > বিশ্ব > ভারত

গিলানির কবর নিয়ে কাশ্মীরে নতুন বিতর্ক

প্রতিনিধি, কলকাতা

ভারতের জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সৈয়দ আলী শাহ গিলানির কবর দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ১ সেপ্টেম্বর ৯২ বছরের প্রবীণ নেতার মৃত্যু হয়। জম্মু-কাশ্মীর পুলিশের অভিযোগ, গিলানির মৃত্যুর পর তাঁর শরীর পাকিস্তানি পতাকায় ঢাকা ছিল। তাই মামলা রুজু করে পুলিশ। 

একদিকে গিলানির ছেলে নাশিমের অভিযোগ, পুলিশ তাঁর বাবার লাশ ছিনিয়ে নিয়ে রাতের অন্ধকারে কবর দিয়েছে। অন্যদিকে, কাশ্মীর জোন পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে গিলানির শেষ কৃত্যের ভিডিও প্রকাশ করেছে। গিলানির দেহ নিয়ে বিতর্কের মধ্যেই হুরিয়ত নেতারা বুধবার ভারতে জেলবন্দী পাকিস্তানপন্থী জঙ্গি নেতা মাসরাত আলম ভাটকে অল পার্টি হুরিয়ত কনফারেন্সের সভাপতি নির্বাচিত করে। কাশ্মীর পুলিশের আশঙ্কা, আফগানিস্তানে তালেবান উত্থানে উপত্যকার বিচ্ছিন্নতাবাদীরা বাড়তি উৎসাহ পাচ্ছে। তবে কড়া হাতেই পরিস্থিতি সামাল দিতে চাইছেন তাঁরা। 

গিলানির কবর দেওয়া নিয়ে কাশ্মীর উপত্যকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ অবশ্য ভিডিও প্রকাশ করে জানিয়েছে, প্রবীণ বিচ্ছিন্নতাবাদী নেতার পরিবারের উপস্থিতিতে ইসলাম ধর্মের রীতি মেনেই তাঁকে কবর দেওয়া হয়েছে। তবে গিলানি পরিবারের কে উপস্থিত ছিলেন তা বলেননি তাঁরা। 

শ্রীনগরে গিলানির কবর ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ মোকাবিলায় নেওয়া হয়েছে ব্যাপক পুলিশি ব্যবস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। তবে হাঙ্গামা বাধানোর চেষ্টা চলছে। হুরিয়তের নেতারা অনেকেই জেলবন্দী থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ব্যাপক নিরাপত্তা বাহিনী। সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হুরিয়তের নতুন নেতা হিসেবে মাসরাত নির্বাচিত হওয়ায় আরও বেশি সতর্ক পুলিশ। কারণ ভারতে মাসরক গিলানির থেকেও কট্টরপন্থী বলে পরিচিত। 

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের