হোম > বিশ্ব > ভারত

আসামের হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস নিষিদ্ধ

আসামের মূখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

আসামের হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। আজ বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ‘আসাম গো সংরক্ষণ আইন-২০২১ আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে কোনো হোটেল, রেস্তোরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। এটি আইনে সংযোজন করা হবে।’

তিনি জানান, আগের আইনে মন্দির বা ধর্মীয় স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। তবে এখন থেকে এই বিধি পুরো রাজ্যে প্রযোজ্য হবে।

নতুন আইনে আরও বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি বৈধ পারমিট ছাড়া অন্য রাজ্য থেকে আসামের মধ্য দিয়ে বা আসামের ভেতরে গরু পরিবহন করতে পারবেন না। এটি শুধুমাত্র কৃষি বা প্রাণিসম্পদ ব্যবহারের উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে করা যাবে।’

আসাম গো সংরক্ষণ আইন-২০২১,১৯৫০ সালের আইনের পরিবর্তে নতুন করে করা হয়েছিল। নতুন আইনে গরুর মাংসের বাণিজ্য এবং পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু, শিখ, জৈন এবং অন্যান্য সম্প্রদায়ের যারা গরুর মাংস খায় না, সেই সব এলাকায় ও এসব এলাকায় অবস্থিত মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী আশাবাদী, কংগ্রেস এই সিদ্ধান্তে সমর্থন জানাবে। নতুন সংযোজিত বিধি আইনে অন্তর্ভুক্ত হওয়ার পর পুরো রাজ্যে প্রভাব ফেলবে। এই পদক্ষেপ রাজ্যের গো সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে মনে করছে সরকার।

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক