হোম > বিশ্ব > ভারত

আসামের হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস নিষিদ্ধ

আসামের মূখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

আসামের হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। আজ বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ‘আসাম গো সংরক্ষণ আইন-২০২১ আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে কোনো হোটেল, রেস্তোরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। এটি আইনে সংযোজন করা হবে।’

তিনি জানান, আগের আইনে মন্দির বা ধর্মীয় স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। তবে এখন থেকে এই বিধি পুরো রাজ্যে প্রযোজ্য হবে।

নতুন আইনে আরও বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি বৈধ পারমিট ছাড়া অন্য রাজ্য থেকে আসামের মধ্য দিয়ে বা আসামের ভেতরে গরু পরিবহন করতে পারবেন না। এটি শুধুমাত্র কৃষি বা প্রাণিসম্পদ ব্যবহারের উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে করা যাবে।’

আসাম গো সংরক্ষণ আইন-২০২১,১৯৫০ সালের আইনের পরিবর্তে নতুন করে করা হয়েছিল। নতুন আইনে গরুর মাংসের বাণিজ্য এবং পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু, শিখ, জৈন এবং অন্যান্য সম্প্রদায়ের যারা গরুর মাংস খায় না, সেই সব এলাকায় ও এসব এলাকায় অবস্থিত মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী আশাবাদী, কংগ্রেস এই সিদ্ধান্তে সমর্থন জানাবে। নতুন সংযোজিত বিধি আইনে অন্তর্ভুক্ত হওয়ার পর পুরো রাজ্যে প্রভাব ফেলবে। এই পদক্ষেপ রাজ্যের গো সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে মনে করছে সরকার।

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি