হোম > বিশ্ব > ভারত

ধর্ষণে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেনে শিশুকে রেখে ছুড়ে ফেলা হলো মাকে

চলন্ত ট্রেনে ৯ বছরের ছেলেকে নিয়ে ভ্রমণ করছিলেন ৩০ বছরের এক নারী। ট্রেনের যে বগিতে উঠেছিলেন সেই বগিতে মা–ছেলে ছাড়া আর একজন মাত্র ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তিই ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ওই নারীকে পরে ট্রেনের দরজা দিয়ে ছুড়ে ফেলে ওই ব্যক্তি। পরে পুলিশ আহত অবস্থায় অভিযুক্তকে আটক করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফতেহবাদ জেলায়। পুলিশ জানিয়েছে, ওই নারী তাঁর ৯ বছরের ছেলেকে নিয়ে ট্রেনে বাড়ি ফেরার পথে অভিযুক্ত কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকার হন। পরে তিনি বাধা দিলে ওই ব্যক্তি তাঁকে ছুড়ে ফেলা হয়। 

পুলিশ ওই নারীর স্বামীর বরাত দিয়ে আরও জানিয়েছে, ট্রেনটি ফতেহাবাদের তোহানা স্টেশনে পৌঁছার পর ওই নারীর স্বামী দেখতে পান ট্রেনে তাঁর ছেলে একা এবং তাঁর স্ত্রীর কোনো খোঁজ নেই। ওই নারীর স্বামী কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি জানতেন না তাঁর স্ত্রীর কি হয়েছে। পরে তাঁর ছেলে কাঁদতে কাঁদতে জানায় ট্রেনে তার মায়ের সঙ্গে কী ঘটেছে। 

ফতেহবাদ পুলিশের প্রধান আস্থা মোদি শিশুটির বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, পুরো বগিতে কেবল মাত্র ৩ জন যাত্রী ছিলেন। ওই নারীকে একা ভ্রমণ করতে দেখে অভিযুক্ত তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই নারী তাঁকে বাধা দেন। শিশুটি জানায় যে, লোকটি তার মাকে ট্রেন থেকে ধাক্কা দেওয়ার পর নিজেও লাফ দেয়। 

ওই নারীর স্বামী বলেন, ‘আমার ছেলে কাঁদছিল। সে আমার কাছে ছুটে এসে বলে, একজন লোক তার মাকে ট্রেনের দরজা থেকে ধাক্কা দিয়েছে। সে (ওই নারী) যখন আমাকে কল করেছিল তখন সে মাত্র ২০ কিলোমিটার দূরে ছিল। সে আমাকে বলেছিল তাঁকে নিতে স্টেশনে আসতে। আর এখন সে নেই।’ 

পুলিশ পরে অভিযুক্তকে খুঁজে পায়, তাঁর নাম সন্দীপ (২৭)। পুলিশ জানিয়েছে—চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার কারণে সে আহত হয়েছে এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। সরকারি রেলওয়ে পুলিশ–জিআরপি এরই মধ্যে একটি এফআইআর দাখিল করেছে।

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের