হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশ আইনশৃঙ্খলা ঠিক রাখতে না পারলেই আরেকজনকে দোষ দেয়: খাগড়াছড়ি নিয়ে জয়সওয়াল

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ করেছেন। তবে তাঁর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা ‘আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম’ এবং তাদের ‘অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা’ রয়েছে। আজ শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং তাদের অভ্যাস হলো প্রতিনিয়ত অন্য কারও ওপর দোষ চাপানোর চেষ্টা করা।’

তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন, তারা যেন ‘আত্মসমালোচনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো কর্মকাণ্ডে জড়িত স্থানীয় চরমপন্থীদের কার্যকলাপের বিষয়ে গুরুতর তদন্ত করেন।’

গত রোববার (২৩ সেপ্টেম্বর) এক মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতায় অন্তত তিনজন নিহত ও সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ছাড়া ১৩ জন সেনাসদস্য এবং তিনজন পুলিশ সদস্যও আহত হন।

পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ এলাকায় যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধসহ ১৪৪ ধারা জারি করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, খাগড়াছড়িতে এখনো ১৪৪ ধারা জারি আছে।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার