হোম > বিশ্ব > ভারত

জিম্মি জাহাজকে জলদস্যুরা ছিনতাইয়ে ব্যবহার করে কি না, নজরে রেখেছে ভারতীয় নৌবাহিনী

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের বরাতে এনডিটিভি এ খবর দিয়েছে। 

গতকাল শনিবার সংবাদ সম্মেলনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, ‘এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এটিকে জলদস্যুতার কাজে ব্যবহার করা হয় কি না, সেদিকে আমরা সতর্ক নজর রাখছি। শুধু তাই নয়, সোমালি জলসীমায় যাতায়াতকারী সব জাহাজের ওপর সতর্ক নজরদারি থাকবে।’

গত ১০০ দিনে নৌবাহিনীর জলদস্যুবিরোধী এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা অভিযানের কথা উল্লেখ করে নৌপ্রধান কুমার বলেন, ভারতীয় মহাসাগর অঞ্চলকে আরও নিরাপদ করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। 

সামুদ্রিক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী জলদস্যুবিরোধী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও ড্রোন বিধ্বংসী অভিযান চালিয়েছে। অপারেশন সংকল্প চলাকালে ৪৫ ভারতীয় ও ৬৫ জন বিদেশি নাগরিককে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। 

এর আগে গতকাল শনিবার বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করে সেদিন। জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা। 

গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে। সর্বশেষ ১২ মার্চ ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে