হোম > বিশ্ব > ভারত

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি

ভারত-পাকিস্তানের মধ্যে সাড়ে তিন দিনের পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধবিরতির পর আজ সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভারতীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ৮:৩০) জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

কাশ্মীর ইস্যু নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। ওই হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হন। একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে।

এরপর থেকে দেশ দুটি একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। প্রথমে এটি কূটনৈতিক পর্যায়ে থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।

পেহেলগাম হামলার পর দেশজুড়ে জনরোষ ছড়িয়ে পড়লে ভারত সরকার কূটনৈতিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায়। বন্ধ করে দেওয়া হয় ১৯৬০ সালের সিন্দু পানিচুক্তি, বাতিল করা হয় পাকিস্তানি নাগরিকদের ভিসা এবং বন্ধ করে দেওয়া হয় সীমান্তের আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট।

গত ৩০ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি ভারতের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অভিযানের স্বাধীনতা দিয়েছিলেন।

পেহেলগাম হামলার পর ভারতের নিরাপত্তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর পর দুটি সর্বদলীয় বৈঠক করে কেন্দ্র সরকার। কিন্তু এসব বৈঠকের কোনোটিতেই উপস্থিত ছিলেন না নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো সমালোচনাও করে। তবে পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকলে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে গত ৭ মে সীমান্তের ওপারে পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করার ঘোষণা দেয় ভারত।

সরকারি সূত্র জানিয়েছে, আজকের ভাষণে প্রধানমন্ত্রী মোদি অভিযান ও কূটনৈতিক পদক্ষেপের পেছনের বিবরণ, যুদ্ধবিরতির বাস্তবতা এবং ভারতের পরবর্তী কৌশল তুলে ধরতে পারেন।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার