হোম > বিশ্ব > ভারত

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ইন্দিরার নাম না নেওয়ায় ক্ষুব্ধ রাহুল ও প্রিয়াঙ্কা 

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় ভারতও। সেই হিসাবে ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার ভারতেও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হয়। তবে এই দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম উচ্চারণ না করায় বিজেপি সরকারের সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধী ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভোটের প্রচারণায় আছেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দিল্লিতে বাংলাদেশে যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তবে ইন্দিরা গান্ধীর নাম নেওয়া হয়নি। যে নারী নিজ দেশের জন্য ৩২টি বুলেটের গুলিতে মারা গেছেন, তাঁর নাম নেওয়া হয়নি। এর কারণ সরকার সত্যকে ভয় পায়। 

টুইটারে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নরেন্দ্র মোদি সরকার নারীবিদ্বেষী। আমাদের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম নারীবিদ্বেষী বিজেপি সরকারের উদ্‌যাপনে উচ্চারিত হয়নি। 

এদিকে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনিও তাঁর বক্তব্যে ইন্দিরা গান্ধীর কোনো প্রসঙ্গ আনেননি।

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান