হোম > বিশ্ব > ভারত

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ইন্দিরার নাম না নেওয়ায় ক্ষুব্ধ রাহুল ও প্রিয়াঙ্কা 

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় ভারতও। সেই হিসাবে ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার ভারতেও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হয়। তবে এই দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম উচ্চারণ না করায় বিজেপি সরকারের সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধী ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভোটের প্রচারণায় আছেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দিল্লিতে বাংলাদেশে যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তবে ইন্দিরা গান্ধীর নাম নেওয়া হয়নি। যে নারী নিজ দেশের জন্য ৩২টি বুলেটের গুলিতে মারা গেছেন, তাঁর নাম নেওয়া হয়নি। এর কারণ সরকার সত্যকে ভয় পায়। 

টুইটারে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নরেন্দ্র মোদি সরকার নারীবিদ্বেষী। আমাদের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম নারীবিদ্বেষী বিজেপি সরকারের উদ্‌যাপনে উচ্চারিত হয়নি। 

এদিকে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনিও তাঁর বক্তব্যে ইন্দিরা গান্ধীর কোনো প্রসঙ্গ আনেননি।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি