ঢাকা: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন। আর মারা গেছেন ৩ হাজার ৮৪৭ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এর আগে গতকাল বুধবার একদিনে ২ লাখ ৮ হাজার আক্রান্ত ও ৪ হাজার ১৫৭ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশ রাজ্যে করোনার প্রকোপ বেশি। তবে অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। উত্তর প্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলোতে উল্লেখযোগ্য হারে রোগী কমেছে।
এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয় এবং ব্রাজিল তৃতীয়।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৯০ লাখ ৯৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ৩৫ লাখ ১২ হাজার ৫০৯ জন।