ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দুদিন আগে জম্মু–কাশ্মীরে পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় বিদ্রোহী ও একজন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে জম্মু কাশ্মীরের দক্ষিণাঞ্চলের সুঞ্জওয়ানে শহরে একদল বন্দুকধারীর সঙ্গে পুলিশ ও সৈন্যদের মধ্যে একটি বন্দুকযুদ্ধ শুরু হয়।
এই বন্দুকযুদ্ধের ঘটনায় দুই বিদ্রোহী ও একজন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সেনা ও দুই পুলিশ কর্মকর্তা। বন্দুকযুদ্ধের পর ওই এলাকা তল্লাশি চালিয়েছে ভারতীয় আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সুঞ্জওয়ান শহর থেকে ১৫ কিলোমিটার দূরে আগামী রোববার ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে বিশেষ মর্যাদা বাতিল করার পর এবারই প্রথমবারের মতো জম্মু কাশ্মীরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
এদিকে জম্মু–কাশ্মীরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্রীনগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মালওয়াহ গ্রামে লুকিয়ে থাকা একদল বিদ্রোহীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত হয়েছেন।
জম্মু কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং সাংবাদিকদের বলেছেন, নিহত বন্দুকধারীরা বড় হামলার পরিকল্পনা করছিল।