হোম > বিশ্ব > ভারত

অ্যান্টার্কটিকায় সবুজ উদ্ভিদ আবিষ্কার ভারতের

তুষারে ঢাকা অ্যান্টার্কটিকাকে শীতল মরুভূমি বললেও ভুল হবে না। কারণ, এখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন। এবার এই কঠিন কাজটিই করলেন এক ভারতীয়। বিবিসি জানিয়েছে, অ্যান্টার্কটিকায় নতুন এক প্রজাতির মস-এর সন্ধান পেয়েছেন ভারতীয় গবেষক ড. ফেলিক্স বাস্ট।

এই গবেষক পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার প্রধান অধ্যাপক। ২০১৬ সালে ভারতের অ্যান্টার্কটিকা মিশনের সদস্য হিসেবে তিনি দক্ষিণ মেরু অভিযানে গিয়েছিলেন। সেখানেই ভারতীয় ক্যাম্পের কাছে নতুন প্রজাতির উদ্ভিদটির সন্ধান পান।

প্রাথমিক অবস্থায় উদ্ভিদটির নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করেন ফেলিক্স। এই পরীক্ষার মধ্য দিয়েই তিনি নিশ্চিত হন—সন্দেহ অমূলক নয়, এটি নতুন প্রজাতির একটি উদ্ভিদ। মেরু অঞ্চলে এ ধরনের উদ্ভিদের অস্তিত্ব তাঁর আগে আর কেউ পায়নি। ঋতুর সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এই উদ্ভিদের রংও। 

ফেলিক্স জানান, শীতে অ্যান্টার্কটিকার তাপমাত্রা যখন মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে আসে। তখন এই মস শুকিয়ে যায়। গ্রীষ্মকালে বরফ গললে এ মস সবুজ হয়ে ওঠে। এমনকি অন্যান্য শৈবালের অস্তিত্ব টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মস। তাই এই নতুন উদ্ভিদকে অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্রের অন্যতম ধারক বলা যায়।

অ্যান্টার্কটিকায় ভারতের অন্যতম স্টেশন তথা বাগদেবী সরস্বতীর নামানুসারে ফেলিক্স এই নতুন আবিষ্কারের নামকরণ করেছেন ‘ব্রায়াম ভারতীয়েনসিস’। ভারতীয় গবেষকের এই আবিষ্কারকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে বিজ্ঞান সংস্থা ‘এশিয়া-প্যাসিফিক বায়োডাইভারসিটি।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি