হোম > বিশ্ব > ভারত

হাসপাতালে নেওয়া কারাবন্দীকে বিয়েবাড়িতে নাচতে দেখা গেল

ভারতের পাঞ্জাব প্রদেশে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এক বন্দীকে বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গেছে। এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাঞ্জাব পুলিশ। এর জেরে একজন উপপরিদর্শকসহ দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ মামলায় লুধিয়ানা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন সাভোত্তম সিং ওরফে লাকি সান্ধু। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৮ ডিসেম্বর চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (পিজিআইএমইআর) নিয়ে যাওয়া হয় তাঁকে। লাকি সান্ধু প্রস্রাবের সমস্যার কথা জানালে কারা কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়। 

লাকি সান্ধুর বিরুদ্ধে দাঙ্গা, অপহরণ, হামলা, চাঁদাবাজি, গোলাগুলিসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে। 

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, লুধিয়ানা পুলিশ কমিশনারেটের একটি দল লাকিকে চিকিৎসার জন্য পিজিআইএমইআরে নেয়। তবে কারাগারের কোনো কর্মকর্তা তাঁর সঙ্গে ছিলেন না। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তিনি পুলিশের দলটির সঙ্গে ফেরার পথে কারাগার থেকে ৪০ কিলোমিটার দূরে রায়কোটে একটি বিয়ের অনুষ্ঠানে যান। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লাকি সান্ধু বিয়েবাড়িতে অন্য অতিথিদের সঙ্গে হাত-পা দুলিয়ে নাচানাচি করছেন। পরে অবশ্য তিনি কারাগারে ফিরেছেন। জেল কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলার কথা জানতে পারলে লুধিয়ানা পুলিশ কমিশনারকে এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়। 

লুধিয়ানার পুলিশ কমিশনার কুলদীপ চাহাল জানিয়েছেন, লাকি সান্ধুর সঙ্গে থাকা উপপরিদর্শক মঙ্গল সিং ও সহকারী উপরিদর্শক কুলদীপ সিংকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে