হোম > বিশ্ব > ভারত

কান্দাহার থেকে দূতাবাসের কর্মকর্তাদের ফিরিয়ে নিল ভারত

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার থেকে নিজেদের দূতাবাস কর্মকর্তা–কর্মচারীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ২০ বছরের যুদ্ধ শেষে সম্প্রতি মার্কিন ও ন্যাটো সেনারা চলে যাওয়ার পর সেখানে তালেবান–সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

কান্দাহারে ভারতীয় দূতাবাসে কর্মরত ৫০ জন্য কর্মকর্তা ও কর্মচারীকে একটি বিশেষ ফ্লাইটে গতকাল রোববার দেশে ফিরিয়ে আনে ভারত। তবে সুবিধামতো সময়ে সেখানে ভারতীয় কর্মকর্তা–কর্মচারীদের ফের পাঠানো হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কান্দাহারের আশপাশে সংঘর্ষ বাড়ায় সাময়িকভাবে আমাদের দূতাবাস কর্মকর্তা–কর্মচারীদের ফিরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি আমরা নিবিড়ভাবে নজরে রাখছি।’

দেশটিতে দিল্লির কার্যক্রম বন্ধ করা হয়নি জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, এ প্রত্যাহার সাময়িক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার সেখানে ফিরে যাবে। স্থানীয় কর্মকর্তাদের দিয়ে আমাদের বর্তমান কার্যক্রম চলবে।’

উল্লেখ্য, গত শুক্রবার মস্কোয় তালেবানের তিন প্রতিনিধি এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তাঁরা আফগানিস্তানের ৮৫ শতাংশের বেশি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। যদিও বিষয়টি অস্বীকার করে কাবুলের সরকারি কর্মকর্তারা।

একই দিন মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়শংকর। এর আগে একই সমস্যার কারণে আফগানিস্তান থেকে ২১০ চীনা নাগরিককে ফিরিয়ে নেয় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, একটি বিশেষ ফ্লাইটে গত ২ জুন তাঁদের ফিরিয়ে নেওয়া হয়।  

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত