হোম > বিশ্ব > ভারত

ভারতের তৈরি বিমানবাহী রণতরির যাত্রা শুরু

কলকাতা প্রতিনিধি

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধজাহাজটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকাও উন্মোচন করেন তিনি। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে ব্যয় হয়েছে ২০ হাজার কোটি রুপি।

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজের দৈর্ঘ্য ২৬২ মিটার এবং প্রস্থ ৬২ মিটার। যুদ্ধজাহাজটিতে ৩০টি যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে। আইএনএস বিক্রান্ত কমিশনিংয়ের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর শক্তি অনেকটাই বেড়ে গেল বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা। রণতরিটি ৩০টি যুদ্ধবিমান বহন করে। মিগ-২৯ কের মতো যুদ্ধবিমানসহ একাধিক হেলিকপ্টার বহনের ক্ষমতা রয়েছে আইএনএস বিক্রান্তের। 

আইএনএস বিক্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত আজ গর্বিত। কারণ পৃথিবীর খুব কম দেশ এ রকম শক্তিশালী অত্যাধুনিক যুদ্ধজাহাজ নিজেদের প্রযুক্তিতে বানাতে পারে। বিক্রান্ত আমাদের নতুন আত্মবিশ্বাসের মশাল জ্বালিয়ে দিয়েছে।’ 

ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ প্রায় ১ হাজর ৬০০ মানুষ বহনে সক্ষম। জাহাজটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য সামরিক ও বেসামরিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকাও উদ্বোধন করেন। ছত্রপতি শিবাজির স্মৃতিবিজড়িত পতাকার উন্মোচন করে মোদি বলেন, ‘ভারত তার বুক থেকে দাসত্বের বোঝা মুছে দিয়েছে।’ নৌবাহিনীর নতুন এই পতাকায় ব্রিটিশ প্রতীক বাদ দেওয়া হয়েছে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার