হোম > বিশ্ব > ভারত

ভারতের তৈরি বিমানবাহী রণতরির যাত্রা শুরু

কলকাতা প্রতিনিধি

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধজাহাজটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকাও উন্মোচন করেন তিনি। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে ব্যয় হয়েছে ২০ হাজার কোটি রুপি।

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজের দৈর্ঘ্য ২৬২ মিটার এবং প্রস্থ ৬২ মিটার। যুদ্ধজাহাজটিতে ৩০টি যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে। আইএনএস বিক্রান্ত কমিশনিংয়ের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর শক্তি অনেকটাই বেড়ে গেল বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা। রণতরিটি ৩০টি যুদ্ধবিমান বহন করে। মিগ-২৯ কের মতো যুদ্ধবিমানসহ একাধিক হেলিকপ্টার বহনের ক্ষমতা রয়েছে আইএনএস বিক্রান্তের। 

আইএনএস বিক্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত আজ গর্বিত। কারণ পৃথিবীর খুব কম দেশ এ রকম শক্তিশালী অত্যাধুনিক যুদ্ধজাহাজ নিজেদের প্রযুক্তিতে বানাতে পারে। বিক্রান্ত আমাদের নতুন আত্মবিশ্বাসের মশাল জ্বালিয়ে দিয়েছে।’ 

ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ প্রায় ১ হাজর ৬০০ মানুষ বহনে সক্ষম। জাহাজটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য সামরিক ও বেসামরিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকাও উদ্বোধন করেন। ছত্রপতি শিবাজির স্মৃতিবিজড়িত পতাকার উন্মোচন করে মোদি বলেন, ‘ভারত তার বুক থেকে দাসত্বের বোঝা মুছে দিয়েছে।’ নৌবাহিনীর নতুন এই পতাকায় ব্রিটিশ প্রতীক বাদ দেওয়া হয়েছে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে