হোম > বিশ্ব > ভারত

দলীয় প্রেসিডেন্ট হতে রাহুলের ওপরই চাপ বাড়াচ্ছে কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। এরই মধ্যে গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী বলে দিয়েছেন তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হতে রাজি নন। তবে বারবার এই কথা বলার পরও রাহুল গান্ধীকেই পরবর্তী কংগ্রেস সভাপতি করতে চাপ বাড়াচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

রাহুল গান্ধীর বিরুদ্ধে ছেলেমানুষির অভিযোগ তুলে প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ দল ছাড়লেও এখনো দলটির শীর্ষ নেতারা তাঁকেই দলের শীর্ষে বসাতে সচেষ্ট। শনিবার প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘রাহুল গান্ধীর কোনো বিকল্প নেই। তাই তাঁকেই আবারও অনুরোধ করা হবে। চাপ দেওয়া হবে সভাপতির পদ গ্রহণের জন্য।’ 

রোববার কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারকেরা মিলে বসছেন দলটির ওয়ার্কিং কমিটির বৈঠক। দলের অস্থায়ী সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। সোনিয়া ভার্চুয়ালি বিদেশ থেকে সভাপতিত্ব করবেন এই বৈঠকে। এই বৈঠকেই পরবর্তী সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক হবে। 

বৈঠকের আগের মাত্র এক দিন আগে রাহুলের হয়ে মুখ খুললেন খাড়গে। তাঁর দাবি, রাহুল ছাড়া সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো আর কারও গ্রহণযোগ্যতা নেই। তিনি স্মরণ করিয়ে দেন, কংগ্রেস কর্মীদের অনুরোধেই সোনিয়া একদিন অনিচ্ছা সত্ত্বেও দলকে নেতৃত্ব দিতে রাজি হয়েছিলেন। রাহুলকেও একই রকমভাবে বাধ্য করা ছাড়া কংগ্রেসের সামনে বিকল্প কোনো পথ নেই বলেও তিনি মন্তব্য করেন। 

এদিকে, সাবেক কংগ্রেস নেতা এবং বর্তমানে আসামে বিজেপির নেতা ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের কাছে কংগ্রেসের বিষয়ে কটাক্ষ করে বলেছেন, ‘কংগ্রেসে গান্ধীরা ছাড়া আর কেউ থাকবে না। তাই কংগ্রেসকে নিয়ে ভাববারও প্রয়োজন নেই।’ 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার