হোম > বিশ্ব > ভারত

১৯ বছর বয়সেই ১ হাজার কোটি রুপির মালিক! 

অনলাইন 

কৈবল্য ভোরা এবং আদিত পালিশা যৌথভাবে শুরু করেছিলেন দ্রুত মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জেপ্টো। সম্প্রতি এই দুজনের একজন কৈবল্য ভোরা মাত্র ১৯ বছর বয়সে ১ হাজার কোটি রুপির মালিক হয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া ইনফো লাইন লিমিটেড ওয়েলথ–হুরুন নামের একটি প্রতিষ্ঠান ২০২২ সালের জন্য ভারতের ধনীদের একটি তালিকা প্রকাশ করে। সেখানেই কৈবল্যের নাম উঠে আসে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধনীদের মধ্যে কৈবল্য ১০০০ কোটি রুপি নিয়ে ১০৩৬ তম এবং তাঁর ব্যবসায়িক পার্টনার আদিত পালিশা ১২ শ কোটি রুপি নিয়ে রয়েছেন ৯৫০ তম অবস্থানে। 

এর আগেও এই দুই তরুণ উদ্যোক্তা ফোর্বস ম্যাগাজিনের ৩০ ‘অনূর্ধ্ব–৩০ প্রভাবশালী’ এশীয়দের তালিকায় ই–কমার্স ক্যাটাগরিতে স্থান করে নিয়েছিলেন। এই দুই উদ্যোক্তা হুরুন ইন্ডিয়া ফিউচার ইউনিকর্ন ইনডেক্স–২০২২ সূচকেও স্থানর দখল করেছিলেন। 

এই বিষয়ে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট এক বিবৃতিতে বলেছে, ‘এবার একজন তরুণের এই তালিকায় অভিষেক হয়েছে। সেই তরুণটি হলেন জেপ্টোর সহ–প্রতিষ্ঠাতা ১৯ বছরের কৈবল্য ভোরা। মাত্র ১০ বছর আগেও যেখানে এই তালিকায় সবচেয়ে কম বয়সী ব্যক্তিটি ছিলেন ৩৭ বছরের আজ সেই তালিকায় ঢুকে গেছেন ১৯ বছরের তরুণ। এই বিষয়টি স্টার্ট–আপ বিপ্লবই নির্দেশ করে।’ 

ভোরা এবং পালিশা ছাত্রজীবনে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু তাঁরা তাদের বিষয় কম্পিউটার সায়েন্সে পড়া লেখা চালিয়ে যেতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ার পর ২০২১ সালে তাঁর দুজনে মিলে জেপ্টো শুরু করেন। ওই সময়টাতে কোভিড মহামারি চলায় তাদের পরিবহনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এবং তাদের ব্যবসায় দারুণভাবে বৃদ্ধি পায়। 

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক