হোম > বিশ্ব > ভারত

কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা নিহত 

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে পুঞ্চ জেলার ডেরা কি গালি এলাকা দিয়ে যাওয়ার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়িকে অ্যামবুশ করলে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী ডেরা কি গালি এলাকার আশপাশে বিশেষ অভিযান শুরু করে। 

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘নিরেট তথ্য-প্রমাণের ভিত্তিতে ডেরা কি গালি এলাকায় গত রাতে (বৃহস্পতিবার) যৌথ অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সামরিক বাহিনীর ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং অভিযান চলছে। 

গত মাসে রাজৌরির কালাকোটে সেনাবাহিনীর বিশেষ ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পর দুই ক্যাপ্টেনসহ পাঁচ সৈন্য নিহত হয়েছিল। বিগত কয়েক বছরে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আনাগোনা বেড়ে গেছে এবং এই অঞ্চল সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে। 

চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে এই অঞ্চলে সশস্ত্র কার্যক্রম খুব একটা ছিল না। কিন্তু বিগত কয়েক বছরে এলাকাটিতে সশস্ত্র কার্যক্রম ব্যাপক বেড়ে গেছে। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন।

দেশীয় খাবার নিয়ে বর্ণবাদের শিকার: যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় যুগল

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়