হোম > বিশ্ব > ভারত

কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা নিহত 

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে পুঞ্চ জেলার ডেরা কি গালি এলাকা দিয়ে যাওয়ার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়িকে অ্যামবুশ করলে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী ডেরা কি গালি এলাকার আশপাশে বিশেষ অভিযান শুরু করে। 

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘নিরেট তথ্য-প্রমাণের ভিত্তিতে ডেরা কি গালি এলাকায় গত রাতে (বৃহস্পতিবার) যৌথ অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সামরিক বাহিনীর ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং অভিযান চলছে। 

গত মাসে রাজৌরির কালাকোটে সেনাবাহিনীর বিশেষ ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পর দুই ক্যাপ্টেনসহ পাঁচ সৈন্য নিহত হয়েছিল। বিগত কয়েক বছরে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আনাগোনা বেড়ে গেছে এবং এই অঞ্চল সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে। 

চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে এই অঞ্চলে সশস্ত্র কার্যক্রম খুব একটা ছিল না। কিন্তু বিগত কয়েক বছরে এলাকাটিতে সশস্ত্র কার্যক্রম ব্যাপক বেড়ে গেছে। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে