হোম > বিশ্ব > ভারত

এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন সোনিয়া গান্ধী

কলকাতা প্রতিনিধি

কংগ্রেসের মুখপাত্র বলে পরিচিত সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের মামলায় এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী। আগামী ২৩ জুন ভারতের অর্থনৈতিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন সোনিয়া। 

সোনিয়া গান্ধীকে গত ৮ জুন ইডি কার্যালয়ে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল ইডি। তবে গত ২ জুন কোভিড আক্রান্ত হন সোনিয়া গান্ধী। চিকিৎসা নিতে ভর্তি হন নয়া দিল্লির একটি হাসপাতালে। পরে গত ২০ জুন হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতাল ছাড়ার পরপরই আলোচনা শুরু হয় সোনিয়া গান্ধী কবে ইডি কার্যালয়ে যাবেন। পরে, ইডি থেকে আগামী ২৩ জুন ইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য জানানো সোনিয়া গান্ধীকে। 

এর আগে, ন্যাশনাল হেরাল্ডের ২ হাজার কোটি রুপি তছরুপের অভিযোগে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ৫ দিনে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়। 

এদিকে, কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সোনিয়া গান্ধী ইডি কার্যালয়ে যাবেন। দলটির তরফ থেকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে সত্যাগ্রহ আন্দোলনও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালে ইডি সোনিয়া ও রাহুলকে ন্যাশনাল হেরাল্ড মামলা থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের বিরুদ্ধে আবারও নতুন করে তদন্ত শুরু হয়েছে। 

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক