হোম > বিশ্ব > ভারত

এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন সোনিয়া গান্ধী

কলকাতা প্রতিনিধি

কংগ্রেসের মুখপাত্র বলে পরিচিত সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের মামলায় এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী। আগামী ২৩ জুন ভারতের অর্থনৈতিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন সোনিয়া। 

সোনিয়া গান্ধীকে গত ৮ জুন ইডি কার্যালয়ে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল ইডি। তবে গত ২ জুন কোভিড আক্রান্ত হন সোনিয়া গান্ধী। চিকিৎসা নিতে ভর্তি হন নয়া দিল্লির একটি হাসপাতালে। পরে গত ২০ জুন হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতাল ছাড়ার পরপরই আলোচনা শুরু হয় সোনিয়া গান্ধী কবে ইডি কার্যালয়ে যাবেন। পরে, ইডি থেকে আগামী ২৩ জুন ইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য জানানো সোনিয়া গান্ধীকে। 

এর আগে, ন্যাশনাল হেরাল্ডের ২ হাজার কোটি রুপি তছরুপের অভিযোগে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ৫ দিনে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়। 

এদিকে, কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সোনিয়া গান্ধী ইডি কার্যালয়ে যাবেন। দলটির তরফ থেকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে সত্যাগ্রহ আন্দোলনও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালে ইডি সোনিয়া ও রাহুলকে ন্যাশনাল হেরাল্ড মামলা থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের বিরুদ্ধে আবারও নতুন করে তদন্ত শুরু হয়েছে। 

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার