হোম > বিশ্ব > ভারত

এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন সোনিয়া গান্ধী

কলকাতা প্রতিনিধি

কংগ্রেসের মুখপাত্র বলে পরিচিত সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের মামলায় এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী। আগামী ২৩ জুন ভারতের অর্থনৈতিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন সোনিয়া। 

সোনিয়া গান্ধীকে গত ৮ জুন ইডি কার্যালয়ে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল ইডি। তবে গত ২ জুন কোভিড আক্রান্ত হন সোনিয়া গান্ধী। চিকিৎসা নিতে ভর্তি হন নয়া দিল্লির একটি হাসপাতালে। পরে গত ২০ জুন হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতাল ছাড়ার পরপরই আলোচনা শুরু হয় সোনিয়া গান্ধী কবে ইডি কার্যালয়ে যাবেন। পরে, ইডি থেকে আগামী ২৩ জুন ইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য জানানো সোনিয়া গান্ধীকে। 

এর আগে, ন্যাশনাল হেরাল্ডের ২ হাজার কোটি রুপি তছরুপের অভিযোগে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ৫ দিনে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়। 

এদিকে, কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সোনিয়া গান্ধী ইডি কার্যালয়ে যাবেন। দলটির তরফ থেকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে সত্যাগ্রহ আন্দোলনও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালে ইডি সোনিয়া ও রাহুলকে ন্যাশনাল হেরাল্ড মামলা থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের বিরুদ্ধে আবারও নতুন করে তদন্ত শুরু হয়েছে। 

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি