হোম > বিশ্ব > ভারত

তৃতীয়বার প্রধানমন্ত্রিত্বের আশা মোদির, বিদায়ী ভাষণে যে স্বপ্ন দেখালেন 

ভারতের চলমান পার্লামেন্টের সর্বশেষ অধিবেশন ছিল গতকাল। আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে এটিই সর্বশেষ অধিবেশন। সেই অধিবেশনে নিজের তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আশা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়ে বলেছেন, তাঁর তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। 

ভারতীয় সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি এবং তাঁর দলের আশা, আগামী লোকসভা নির্বাচনে তাঁরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও সরকার গঠন করবেন। এবং এবার সরকার গঠন করলে ভারতকে বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতিতে পরিণত করবেন। 

বিদায়ী অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, তাঁর সরকার দেশের বিকাশ এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু বিরোধীরা নয়ছয় সংস্কৃতিকে বিশ্বাস করে এসব উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক অবস্থান নিচ্ছে। 

মোদি নিজের প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ‘বিশ্ব ভারতের উত্থানে প্রভাবিত হয়েছে এবং সর্বশেষ জি-২০ সম্মেলন এর একটি প্রমাণ। আমরা যদি তৃতীয়বার ক্ষমতায় আসি তবে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে পরিণত করব। এটি মোদির গ্যারান্টি।’ 

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যখন আমরা বলি যে, আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব তখন বিরোধীরা বলে যে, এটি আপনাআপনি হয়ে যাবে। এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। আমি আপনাদের বলতে চাই, ভারতের যুবারা কীভাবে এটি সম্ভব করছে এবং এখানে সরকারের ভূমিকা কী ছিল।’ 

মোদি বলেন, ‘২০১৪ সালের ফেব্রুয়ারি মানে যখন অন্তর্বর্তী বাজেট দেওয়া হয় তখন সে সময়কার অর্থমন্ত্রী বলেছিলেন—আমি তাঁকে উদ্ধৃত করছি—“আমরা এখন সামনের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতের জন্য একটি রূপরেখা দিতে চাই...আমাদের একটি দৃষ্টিভঙ্গি আছে যে, আগামী তিন দশকের মধ্যে ভারতের জিডিপি যুক্তরাষ্ট্র ও চীনের পরেই তৃতীয় অবস্থানে থাকবে”।’ 

এ সময় মোদি তৎকালীন কংগ্রেস সরকারের দিকে ইঙ্গিত করে বলেন, ‘২০১৪ সালে তাঁরা এই কথা বলেছিল। তাদের হিসাব অনুসারে ২০৪৪ সালের মধ্যে ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এটাই ছিল তাদের রূপকল্প।’ তিনি আরও বলেন, তাঁর সরকার ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে চাচ্ছে এই বিষয়ে তো বিরোধীদের সন্তুষ্ট থাকা উচিত। কারণ তাদের সময় তো দেশ ১১ তম অর্থনীতি ছিল ভারত।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস