হোম > বিশ্ব > ভারত

বিজেপি নেত্রী সানা খান হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার 

ভারতের মহারাষ্ট্র রাজ্যর নাগপুরের বিজেপি নেত্রী সানা খান নিখোঁজ হওয়ার দশ দিন পর তার স্বামী অমিত সাহুকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যর জবলপুরে সানা খানকে হত্যার অভিযোগে গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নাগপুর পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।  

অমিত সাহু হত্যার দায় স্বীকার করেছেন। নাগপুর পুলিশের একটি দল জবলপুরের ঘোরা বাজার এলাকা থেকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, সাহু হত্যার পর সানা খানের লাশ নদীতে ফেলে দেয়। তবে নিহতের লাশ এখনো উদ্ধার করা যায়নি।

সানা খান নাগপুরের বাসিন্দা এবং বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য। জবলপুরে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়েছিলেন। 

সানা খানের পরিবারের মতে, মিসেস খানের সর্বশেষ পরিচিত অবস্থান ছিল ১ আগস্ট জবলপুরে। যেখানে তিনি সাহুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সানা খান একটি প্রাইভেট বাসে নাগপুর ছেড়ে যান এবং শহরে পৌঁছানোর পরের দিন তার মাকে ফোন করেন। তবে কিছুক্ষণ পরই নিখোঁজ হন।

গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে নাগপুর পুলিশ মহারাষ্ট্রে নিয়ে গেছে শিগগিরই তাদের স্থানীয় আদালতে হাজির করা হবে।

দেশীয় খাবার নিয়ে বর্ণবাদের শিকার: যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় যুগল

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়