হোম > বিশ্ব > ভারত

বিজেপি নেত্রী সানা খান হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার 

ভারতের মহারাষ্ট্র রাজ্যর নাগপুরের বিজেপি নেত্রী সানা খান নিখোঁজ হওয়ার দশ দিন পর তার স্বামী অমিত সাহুকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যর জবলপুরে সানা খানকে হত্যার অভিযোগে গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নাগপুর পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।  

অমিত সাহু হত্যার দায় স্বীকার করেছেন। নাগপুর পুলিশের একটি দল জবলপুরের ঘোরা বাজার এলাকা থেকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, সাহু হত্যার পর সানা খানের লাশ নদীতে ফেলে দেয়। তবে নিহতের লাশ এখনো উদ্ধার করা যায়নি।

সানা খান নাগপুরের বাসিন্দা এবং বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য। জবলপুরে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়েছিলেন। 

সানা খানের পরিবারের মতে, মিসেস খানের সর্বশেষ পরিচিত অবস্থান ছিল ১ আগস্ট জবলপুরে। যেখানে তিনি সাহুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সানা খান একটি প্রাইভেট বাসে নাগপুর ছেড়ে যান এবং শহরে পৌঁছানোর পরের দিন তার মাকে ফোন করেন। তবে কিছুক্ষণ পরই নিখোঁজ হন।

গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে নাগপুর পুলিশ মহারাষ্ট্রে নিয়ে গেছে শিগগিরই তাদের স্থানীয় আদালতে হাজির করা হবে।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত