হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় নিহত ১৫

ভারতের মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারানো এক ট্রাকের ধাক্কায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজ্যের ধুলে জেলার মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া পলাসনার গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাজ্যের পলাসনার গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া মুম্বাই-আগ্রা মহাসড়কে কয়েকটি যানবাহনে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, মুম্বাই-আগ্রা মহাসড়কের একটি মোড়ের বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন অনেকে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক সেখানে থাকা একটি সাদা কারকে ধাক্কা দেয়। সেই ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া কারটি উল্টে গিয়ে আঘাত হানে আরও কয়েকটি গাড়ি ও লোকজনের ওপর। এতে ঘটনাস্থলেই ১৫ জন মারা যায়।

পুলিশ জানিয়েছে, একটি ময়লাবাহী ট্রাক মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তায় একটি মোটরসাইকেল ও কয়েকটি কারকে ধাক্কা দেয়। এরপর বাসস্ট্যান্ডে যাত্রীদের বসার জায়গায়ও সজোরে আঘাত হানে। সে সময় সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। ভয়াবহ এ দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ ও উদ্ধারকারী দলকে ধুলে জেলায় পাঠানো হয়েছে। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি