ভারতের মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারানো এক ট্রাকের ধাক্কায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজ্যের ধুলে জেলার মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া পলাসনার গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাজ্যের পলাসনার গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া মুম্বাই-আগ্রা মহাসড়কে কয়েকটি যানবাহনে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, মুম্বাই-আগ্রা মহাসড়কের একটি মোড়ের বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন অনেকে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক সেখানে থাকা একটি সাদা কারকে ধাক্কা দেয়। সেই ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া কারটি উল্টে গিয়ে আঘাত হানে আরও কয়েকটি গাড়ি ও লোকজনের ওপর। এতে ঘটনাস্থলেই ১৫ জন মারা যায়।
পুলিশ জানিয়েছে, একটি ময়লাবাহী ট্রাক মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তায় একটি মোটরসাইকেল ও কয়েকটি কারকে ধাক্কা দেয়। এরপর বাসস্ট্যান্ডে যাত্রীদের বসার জায়গায়ও সজোরে আঘাত হানে। সে সময় সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। ভয়াবহ এ দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ ও উদ্ধারকারী দলকে ধুলে জেলায় পাঠানো হয়েছে। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।