হোম > বিশ্ব > ভারত

‘প্রেমের শাস্তি’ হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের ওডিশায় স্থানীয় সামাজিক রীতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার শাস্তি হিসেবে এক তরুণ দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে হালচাষ করানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ওডিশার রায়গাদা জেলার কাঞ্জামাজিরা গ্রামের। ওই গ্রামের এক তরুণ-তরুণী সম্প্রতি প্রেমে পড়ে বিয়ে করেন। তবে গ্রামবাসী তাঁদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কারণ, ছেলেটি মেয়েটির ফুফাতো ভাই। স্থানীয় প্রথা অনুযায়ী এ ধরনের বিবাহকে ‘নিষিদ্ধ’ বলে মনে করা হয়।

এর শাস্তি হিসেবে গ্রামবাসী ওই দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে দেয় এবং একটি মাঠজুড়ে সেটিকে টেনে নিয়ে যেতে বাধ্য করে। ভিডিওতে দেখা যায়, যখন দম্পতি জোয়াল টানছেন, তখন দুজন লোক তাঁদের লাঠি দিয়েও মারধর করছে।

জনসমক্ষে এই হেনস্তার পর দম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের কথিত ‘পাপমোচনের’ জন্য শুদ্ধীকরণ আচার পালন করানো হয়।

#VIDEO | Villagers Object To Marriage, Couple Tied To Yoke Like Oxen, Made To Plough Field pic.twitter.com/KjFr4Q3cKq

— NDTV (@ndtv) July 11, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

স্থানীয় পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য একটি দল ওই গ্রামে গেছে। দ্রুত মামলা করা হবে।

একই ধরনের আরেকটি ঘটনা এই বছরের জানুয়ারিতে রায়গাদা জেলাতে ঘটেছিল। সেখানে এক নারী ভিন্ন বর্ণের এক পুরুষকে বিয়ে করায় একটি পরিবারের ৪০ জন সদস্যকে ‘শুদ্ধীকরণ’ আচারের অংশ হিসেবে মাথা ন্যাড়া করতে বাধ্য করা হয়েছিল।

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার