হোম > বিশ্ব > ভারত

সাইক্লোন মিগজাউমের আঘাত, ডুবে গেছে চেন্নাইয়ের নিম্নাঞ্চল

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিগজাউমে রূপ নিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলে আঘাত হেনেছে। ভারী বর্ষণের প্রভাবে বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। চেন্নাইয়ের নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে।

এদিকে চেন্নাইয়ের বিমানবন্দর আজ সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধেয়ে আসা ঘূর্ণিঝড় মিগজাউমের জন্য সতর্কতা জারি করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া মানুষকে দরজা-জানালা বন্ধ রাখার ও গাছের নিচে আশ্রয় না নিতে পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে চেন্নাইয়ের রাস্তাঘাট ডুবে গেছে এবং বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি। বন্যার পানিতে নিমজ্জিত চেন্নাইয়ের বিভিন্ন অংশ। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট।

গতকাল রোববার রাতে চেন্নাই এবং এর আশপাশের জেলায় ভারী বর্ষণ শুরু হয়। আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত তা স্থায়ী হয়। গত ২৪ ঘণ্টায় চেন্নাইয়ের পার্শ্ববর্তী অঞ্চল মীনাম্বাক্কমে ১৯৬ মিলিমিটার ও নাঙ্গাম্বাক্কমে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চেন্নাই এবং এর আশপাশে তিনটি জেলায় স্কুল, কলেজ ও সরকারি অফিসগুলো আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেসরকারি কোম্পানিগুলোকে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে উপকূলীয় জেলাগুলোতে কর্তৃপক্ষ প্রায় ৫ হাজার ত্রাণকেন্দ্র খুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন