হোম > বিশ্ব > ভারত

সাইক্লোন মিগজাউমের আঘাত, ডুবে গেছে চেন্নাইয়ের নিম্নাঞ্চল

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিগজাউমে রূপ নিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলে আঘাত হেনেছে। ভারী বর্ষণের প্রভাবে বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। চেন্নাইয়ের নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে।

এদিকে চেন্নাইয়ের বিমানবন্দর আজ সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধেয়ে আসা ঘূর্ণিঝড় মিগজাউমের জন্য সতর্কতা জারি করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া মানুষকে দরজা-জানালা বন্ধ রাখার ও গাছের নিচে আশ্রয় না নিতে পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে চেন্নাইয়ের রাস্তাঘাট ডুবে গেছে এবং বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি। বন্যার পানিতে নিমজ্জিত চেন্নাইয়ের বিভিন্ন অংশ। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট।

গতকাল রোববার রাতে চেন্নাই এবং এর আশপাশের জেলায় ভারী বর্ষণ শুরু হয়। আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত তা স্থায়ী হয়। গত ২৪ ঘণ্টায় চেন্নাইয়ের পার্শ্ববর্তী অঞ্চল মীনাম্বাক্কমে ১৯৬ মিলিমিটার ও নাঙ্গাম্বাক্কমে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চেন্নাই এবং এর আশপাশে তিনটি জেলায় স্কুল, কলেজ ও সরকারি অফিসগুলো আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেসরকারি কোম্পানিগুলোকে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে উপকূলীয় জেলাগুলোতে কর্তৃপক্ষ প্রায় ৫ হাজার ত্রাণকেন্দ্র খুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি